‘করাপশন ইন মিডিয়া’র অপপ্রচার বন্ধে হাইকোর্টের রুল জারি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২২, ১০:১৮ পিএম

‘করাপশন ইন মিডিয়া’র অপপ্রচার বন্ধে হাইকোর্টের রুল জারি

সাংবাদিক জাওয়াদ নির্ঝর পরিচালিত ‘করাপশন ইন মিডিয়া’ নামের ফেসবুক পেজে ‘দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা তথ্য ও ভিডিও’র মাধ্যমে অপপ্রচার চালানো বন্ধের বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

পাশাপাশি ‘করাপশন ইন মিডিয়া’য় ‘দেশের ভাবমূর্তি বিনষ্টকারী ও মানহানিকর’ ভিডিও অপসারণ করা সংক্রান্ত আবেদন আগামী সাতদিনের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার করাপশন ইন মিডিয়া’র বিরুদ্ধে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নিগার সুলতানা। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

জাওয়াদ নির্ঝরের করাপশন ইন মিডিয়ার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত বিতর্কিত ভিডিও অপসারণ করতে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সেই সঙ্গে জাওয়াদ নির্ঝরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি), তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জাওয়াদ নির্ঝরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২০ ডিসেম্বর জাওয়াদ নির্ঝরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিটিআরসির কাছে আবেদন করেন ‘ভোরের পাতা’ গ্রুপের চেয়ারপারসনের একান্ত সচিব আশরাফুল বারী। তবে বিটিআরসি সে আবেদনে সাড়া না দেওয়ায় হাইকোর্টে রিট করেন আশরাফুল বারী। আদালত সোমবার সেই রিটের শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন।

Link copied!