দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

রদবদলের প্রথম তালিকায় ২০৭ ইউএনও, ৩২৬ ওসি

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৪, ২০২৩, ০৬:০১ এএম

রদবদলের প্রথম তালিকায় ২০৭ ইউএনও, ৩২৬ ওসি

৫ ডিসেম্বরের মধ্যে ইউএনও ও ওসিদের অন্য জেলায় বা অন্যত্র বদলির প্রস্তাব ইসিকে পাঠাতে হবে। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে দেশজুড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর প্রশাসনিক পর্যায়ে ইসির সবচেয়ে বড় পদক্ষেপ এটি।

গত ৩০ নভেম্বর দেয়া এই নির্দেশনায় জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পর্যায়ক্রমে সারাদেশের ৪৯৫ ইউএনও ও ৬৩৬ ওসির রদবদল চেয়েছে ইসি। নির্দেশনা অনুযায়ী ২০৭ ইউএনও এবং ৩২৬ ওসির রদবদলের প্রাথমিক তালিকা করেছে কর্তৃপক্ষ।

রদবদলের প্রথম ধাপে এক উপজেলায় এক বছরের বেশি সময় ধরে কর্মরত আছেন এমন ইউএনওদের অন্য জেলায় বদলি করা হবে। এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে সব ইউএনওকে বদলি করা একটি বড় চ্যালেঞ্জ। তাই ইউএনওরা যেখানে কর্মরত ছিলেন, তার কাছাকাছি উপজেলায় বদলি করা হবে।

২০৭ ইউএনওর মধ্যে ঢাকা বিভাগের ৪৯, ময়মনসিংহের ১৫, বরিশালের ১২, সিলেটের ২১, রংপুরের ১৭, রাজশাহীর ২৭, চট্টগ্রামের ৪৮ ও খুলনার ১৮ জন। তবে তাদের নামের তালিকা ইসিকে দেয়ার আগে আরও যাচাইবাছাই করা হবে।

অন্যদিকে একটি থানায় ছয় মাসের বেশি সময় ধরে কর্মরত ওসিদের বদলি করা হবে। বাংলাদেশ পুলিশের ৬৬১টি থানার মধ্যে ক্রাইম ডিভিশনে ওসি আছেন ৫২৮ জন। এদের মধ্যে যারা একই কর্মস্থলে ৬ মাসের বেশি সময় ধরে আছেন তাদের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে পুলিশ। এই তালিকায় নাম এসেছে ৩২৬টি। তবে এই তালিকা পাঠানোর আগে আরও কাজ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রদবদলের তালিকায় যে ৩২৬ ওসির নাম যুক্ত হয়েছে তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৩ জন, ঢাকা রেঞ্জের ৬০ জন, সিলেট রেঞ্জের ২০ জন, রংপুর রেঞ্জের ২৮ জন, বরিশাল রেঞ্জের ২১ জন, খুলনা রেঞ্জের ৩৮ জন, রংপুর মেট্রোপলিটন পুলিশের ৩ জন, ময়মনসিংহ রেঞ্জের ২৩ জন, খুলনার চারজন রয়েছেন। মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচজন।

গত ৩০ নভেম্বর দেয়া রদবদলের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ ডিসেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে বদলি করা ইউএনও ও ওসিদের অন্য জেলায় বা অন্যত্র বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে।

Link copied!