সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার প্রথম দিনে রংপুর বিভাগের ৩৩, রাজশাহী বিভাগের ৩৯টি মোট ৭২টি আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।
তবে সব বিভাগে প্রার্থী চূড়ান্ত না হওয়া পর্যন্ত ফল প্রকাশ করা হবে না। সব বিভাগের প্রার্থী চূড়ান্ত করে ফলাফল একসাথে প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, যারা প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব প্রার্থীই রাজনীতিক, রাজনীতির বাইরের কেউ নেই। জনগণের কাছে গ্রহণযোগ্যতার কাছে কিছু রানিং এমপি বাদ পড়েছেন বলেও জানান তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আজকের মনোনয়ন বোর্ডের সভায় খুলনা বিভাগের প্রার্থী চূড়ান্ত হয়নি। কারও জন্য (শরীক দল) কিছু রাখিনি। আমাদের আসন আমরা ঠিক করেছি। সব আসনে আমরা মনোনয়ন দেবো।
দ্বিতীয় দফায় শুক্রবার সকাল ১০টায় বসবে দলটির মনোনয়ন বোর্ডের সভা।
এর আগে সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন সভাপতি হিসেবে রয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা। সদস্য হিসেবে রয়েছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মো. রশিদুল আলম ও দীপু মনি।
গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর- চার দিন ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ৩৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন। এতে দলটির কোষাগারে জমা হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। পরে প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর, আর নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।