আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা-আইএমও কাউন্সিলে দুই বছরের (২০২৪-২৫) জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ভোটের ফলাফল প্রকাশের পরই শুক্রবার (১ ডিসেম্বর) নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। এর চারদিন পর গতকাল শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
‘সি’ ক্যাটাগরিতে সর্বোচ্চসংখ্যক প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ। ২০২১ সালে আইএমও এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য পদে সর্বশেষ নির্বাচন করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত জয় আসেনি।
চলতি বছরের মাঝামাঝিতে অনুষ্ঠিত আইএমও’র মহাসচিব পদে প্রার্থী দিয়েছিল বাংলাদেশ। মনোনীত প্রার্থীর পক্ষে দেশে দেশে ব্যাপক প্রচার-প্রচারণাও চালানো হয়েছিল। কিন্তু ভোট শুরুর কয়েক মিনিট আগে রহস্যজনক কারণে ঢাকা তার প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। এ নিয়ে সেই সময় তুমুল আলোচনা হয়েছিল। পরপর দু’টি নির্বাচনে (এক্সিকিউটিভ কাউন্সিল ও মহাসচিব পদে) বাংলাদেশের কাঙ্ক্ষিত ফল না আসার প্রেক্ষিতে এবার এটি তৃতীয় চেষ্টা।
এদিকে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ৩৩তম অ্যাসেম্বলির প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বৃটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং আইএমওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম। ২৭শে নভেম্বরের সভায় উপস্থিত সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের ভোটে তিনি অ্যাসেম্বলির সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে জয় পান। প্রথম সহ-সভাপতি পদে এটাই বাংলাদেশের প্রথম জয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আইএমওতে নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি যুবরাজ খালিদ বিন বান্দার আল সৌদ।