জন্মনিয়ন্ত্রণ-সামগ্রীর সংকটে দেশ, উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৩:৩৯ এএম

জন্মনিয়ন্ত্রণ-সামগ্রীর সংকটে দেশ, উদ্বেগ

দেশে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট চলছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীরা প্রয়োজনের সময় দম্পতিদের কনডম, আইইউডি (ইন্ট্রা ইউট্রাইন ডিভাইস) দিতে পারছেন না। অধিদপ্তর বিভিন্ন এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সংগ্রহ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

বিশেষজ্ঞরা বলছেন, জবাবদিহির অনুপস্থিতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি সেবার এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে দেশের জনসংখ্যার ওপর বিরূপ প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে।

১৯৭৫ সালে ৮ শতাংশ দম্পতি পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করতেন। ২০২২ সালে এই হার ছিল ৬৪ শতাংশ। সরকার পরিবার পরিকল্পনা সেবা বৃদ্ধির কথা বলছে, অন্যদিকে মাঠপর্যায়ে জন্মনিয়ন্ত্রণসামগ্রীর সংকট চলছে।

দেশে ৮ বছর ধরে থমকে আছে জন্মনিয়ন্ত্রণের হার। চিকিৎসকদের আশঙ্কা, সামগ্রী সংকট দ্রুত না কাটলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, গর্ভপাত ও মাতৃমৃত্যু বাড়তে পারে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, ‘আমি এটাকে যত দ্রুত সমাধান করার জন্য নির্দেশ দিই। আমি আশা করি, ভবিষ্যতে আর ঘাটতি হবে না। এই ঘাটতি যত দ্রুত পূরণ করা যায় সে ব্যবস্থা আমি করব।’

Link copied!