ফেনীর ফুলগাজীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে মো. রাজু (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তার বাবা ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর পশ্চিমমাথা এলাকার মিজানুর রহমান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে গ্রামের পাশে স্থানীয় মুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙন এলাকা দিয়ে গ্রামে বন্যার পানি ঢোকার স্থানে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে চলতি সপ্তাহের রোববার রাত থেকে ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতি দেখা দেয়। মুহুরী নদীর বেড়িবাঁধের আগের ভাঙন স্থান দিয়ে প্রবল বেগে বন্যার পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়।
এর আগে গত সোমবার রাত ১০টার দিকে ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর পশ্চিমমাথা এলাকার মিজানুর রহমানের ছেলে মো. রাজুসহ ৪ বন্ধু বেড়িবাঁধের ভাঙনকবলিত স্থানে জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে রাজু প্রবল স্রোতে ভেসে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলগাজী থানার ওসি জানান, পরিবারের লোকজন তার লাশ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: ফেনীতে আবারও বন্যায় ৭০টি গ্রাম প্লাবিত, ১৩ হাজার পরিবার পানিবন্দী
ফেনীতে ৭০টি গ্রামে বন্যা: ১৩ হাজার পরিবার পানিবন্দী
এদিকে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পূর্বের ভাঙা বাঁধের ২৪টি স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে পরশুরাম ও ফুলগাজীর ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এসব গ্রামের ১৩ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন। গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) মুহুরী নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এরই মধ্যে সেনাবাহিনী ও কোস্ট গার্ড সদস্যদের কাছে জরুরি ভিত্তিতে সহায়তার আহ্বান করেছে জেলা প্রশাসন। সেই আহ্বানে সাড়া দিয়েছে সেনাবাহিনী ও কোস্ট গার্ড বন্যাকবলিত এলাকায় যাত্রা শুরু করে।
ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজী উপজেলা বাজারে উত্তরাংশে হাঁটু ও কোমর সমান পানি থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার বিকেলের পর থেকে বন্যার পানি বেড়ে যাওয়ায় জীবন বাঁচাতে ছোট শিশুকে কোলে নিয়ে নৌকায় করে অন্যত্র নিরাপদ স্থানে চলে যেতে দেখা যায় স্থানীয়দের।