উত্তরায় বিমান দুর্ঘটনা, যুক্তরাষ্ট্রের সমবেদনা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২২, ২০২৫, ০৩:২১ পিএম

উত্তরায় বিমান দুর্ঘটনা, যুক্তরাষ্ট্রের সমবেদনা

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থাও সমবেদনা জানিয়েছে।

সোমবার, ২১ জুলাই পৃথক পৃথক বার্তায় বিভিন্ন দেশ ও সংস্থা শোক প্রকাশ করে।  

এদিন যুক্তরাষ্ট্রের সাউথ অ্যান্ড সেন্ট্রাল অ্যাফেয়ার্স এক শোক বার্তায় বলেছে, ‘উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় যারা আহত হয়েছেন এবং যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা।’  

এর আগে ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র দফতর এবং সংশ্লিষ্ট কর্মসূচিগুলোর দায়িত্বপ্রাপ্ত হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস সাব কমিটির সদস্য মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং।

এছাড়া উত্তরায় বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ করে, সম্ভাব্য সব সমর্থন ও সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।   

এ দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুও।

বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন পা‌কিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

Link copied!