উত্তরায় বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭, ২০ মরদেহ হস্তান্তর

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২২, ২০২৫, ০৯:৫৯ এএম

উত্তরায় বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭, ২০ মরদেহ হস্তান্তর

ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন, যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার সকালে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

তিনি বলেন, “চিকিৎসকরা রাতভর চেষ্টা করেছেন, তবে দুর্ভাগ্যজনকভাবে অনেককে আমরা হারিয়েছি।

আহতদের মধ্যে ৪২ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে, ২৮ জন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং জন উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।

মৃতদের মধ্যে ১০ জন বার্ন ইনস্টিটিউটে, ১৫ জন সিএমএইচ-, জন ঢাকা মেডিকেলে এবং জন ইউনাইটেড হাসপাতালে মারা যান। উত্তরা আধুনিক হাসপাতালে একটি দেহাংশ উদ্ধার করা হয়েছে, তবে তা পূর্ণাঙ্গ মরদেহ কিনা তা নিশ্চিত নয়।

পর্যন্ত নিহতদের মধ্যে ২৫ জনই শিশু, একজন শিক্ষক এবং একজন পাইলট রয়েছেন। এর মধ্যে ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, ৬টি এখনও শনাক্ত হয়নি। অজ্ঞাত মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

সায়েদুর রহমান আরও জানান, আহত ৭৮ জনের চিকিৎসা সংক্রান্ত সারসংক্ষেপ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন হবে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে রক্ত মজুত রয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া হাসপাতালে ভিড় না করতে জনগণকে অনুরোধ জানিয়েছেন।

Link copied!