মামদানির পর এবার মিনিয়াপোলিসে মেয়র প্রার্থী হলেন ‘ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী’ ওমর ফাতেহ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২২, ২০২৫, ০২:০৮ পিএম

মামদানির পর এবার মিনিয়াপোলিসে মেয়র প্রার্থী হলেন ‘ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী’ ওমর ফাতেহ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য সেনেটের এক ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী সদস্যকে মিনিয়াপোলিস শহরের মেয়র প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন স্থানীয় ডেমোক্র্যাটিক পার্টির সদস্যরা।

নগরীটির বর্তমান মেয়র ডেমোক্র্যাট দলীয় হলেও তিনি কাঙ্ক্ষিত সমর্থন পাননি। এতে যুক্তরাষ্ট্রে প্রগতিশীল বামপন্থিদের রাজনৈতিক উত্থান গতি পেয়েছে।

গার্ডিয়ান জানিয়েছে, মিনিয়াপোলিসের মেয়রাল প্রাইমারিতে অঙ্গরাজ্য সেনেটর ওমর ফাতেহ বর্তমান মেয়র জেকব ফ্রে-কে পরাজিত করেছেন। ফ্রে ২০১৮ থেকে মিনিয়াপোলিসের মেয়র হিসেবে দায়িত্বপালন করছেন। জর্জ ফ্লয়েড প্রতিবাদ ও কোভিড-১৯ মহামারী চলাকালেও ফ্রে নগরীটির মেয়র ছিলেন।

নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী হিসেবে আরেক ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী ও অঙ্গরাজ্যের আইনপ্রণেতা জোহরান মামদানি ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাওয়ার পর ফাতেহর সমর্থনও বাড়তে থাকে।

ফাতেহ ২০২০ সালে প্রথমবারের মতো মিনেসোটা অঙ্গরাজ্য সিনেটর হিসেবে নির্বাচিত হন। ২০২২ সালে তিনি পুনর্নির্বাচিত হন। অঙ্গরাজ্যটির আইনপরিষদের উচ্চকক্ষের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া প্রথম সোমালি আমেরিকান ও মুসলিম তিনি। তিনি আইনপরিষদের উচ্চশিক্ষা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন এবং যে সব পরিবারের আয় ৮০ হাজার ডলারের কম তাদের জন্য কলেজে পড়াশোনা ফ্রি করার একটি পরিকল্পনা এগিয়ে নিয়েছেন।

দলের প্রার্থী হিসেবে সমর্থন জয় করার পর ফাতেহ বলেছেন, “মিনিয়াপোলিসের মেয়র প্রার্থী হিসেবে ডিএফএলের সমর্থন পাওয়ায় আমি অত্যন্ত সম্মানিতবোধ করছি।”

ডিএফএল বলতে ডেমোক্র্যাটিক-ফার্মার-লেবার পার্টি বা মিনেসোটার ডেমোক্র্যাট পার্টির উল্লেখ করেছেন তিনি।

“এই সমর্থন একটি বার্তা যে প্রতিশ্রুতি ভঙ্গ, ভিটো ও প্রচলিত রাজনীতিতে মিনিয়াপোলিস বাসি ক্লান্ত। এই সমর্থন এমন একটি শহর গড়ে তোলার জন্য যা আমাদের সবার জন্য কাজ করে,” বলেছেন তিনি।

ফ্রে-র প্রচারণা শিবির অভিযোগ করেছে, মিনিয়াপোলিসের অনুমোদন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল এবং ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি সব ভোট সঠিকভাবে গণনা করেনি। অঙ্গরাজ্যের পার্টির কাছে তিনি আপিল করেছেন বলে অনেকগুলো স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। মিনিয়াপোলিসে বর্তমান মেয়রের পার্টির অনুমোদন হারানো অস্বাভাবিক কোনো কিছু নয়।

মিনিয়াপোলিসের ডেমোক্র্যাট মেয়র প্রার্থী হওয়ার অনুমোদন প্রক্রিয়ায় স্থানীয় প্রতিনিধিরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষের ভোট দেন। তারপর কোনো একজন প্রার্থী ৬০ শতাংশ ভোট না পাওয়া পর্যন্ত বাছাই প্রক্রিয়া চলতেই থাকে।

জুনে মামদানি নিউ ইয়র্কের ডেমোক্র্যাট দলীয় মেয়র প্রার্থী মনোনীত হওয়ার পর ফাতেহ এক একই ধরনের প্রচারণা সম্বলিত একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি ক্রয়ক্ষমতা, ট্রাম্পের বিরুদ্ধে শহরকে রক্ষা করা ও জননিরাপত্তা নিয়ে কথা বলেন।

গত কয়েক সপ্তাহে ফাতেহ ডানপন্থি ভাষ্যকারদের বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছেন। টার্নিং পয়েন্ট ইউএসএ এর নেতা চার্লি কার্ক অভিযোগ করেছেন যে দেশে একটি ‘ইসলামিক দখল’ ঘটছে আর তিনি ফাতেহর একটি ভিডিও শেয়ার করে বলেছেন, “জনগণকে তৃতীয় বিশ্বের সকল অভিবাসন বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।”

Link copied!