ভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে ব্রহ্মপুত্রে চীনের বাঁধ নির্মাণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৯, ২০২৫, ১১:০৮ পিএম

ভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে ব্রহ্মপুত্রে চীনের বাঁধ নির্মাণ শুরু

ভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন।

আজ তিব্বতে অবস্থিত প্রকল্পটির উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত ডিসেম্বর মাসে চীনা সরকার প্রকল্পটিকে অনুমোদন দেয় এবং একে দেশের ‘শূন্য কার্বন নির্গমন লক্ষ্যের অন্যতম প্রধান স্তম্ভ ও তিব্বতের আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ঘোষণা করে।

এই বিশাল জলবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ তিব্বতের স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি মূলত চীনের অন্যান্য অংশে সরবরাহ করা হবে। ধারণা করা হচ্ছে, এটি চীনের ইয়াংসি নদীর উপর নির্মিত বিখ্যাত থ্রি গর্জেস বাঁধকেও অতিক্রম করবে।

প্রকল্পটি পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১.২ ট্রিলিয়ন ইউয়ান, যা প্রায় ১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলারের সমান।

তবে এই বাঁধ নির্মাণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পাশাপাশি বাংলাদেশও। কারণ ব্রহ্মপুত্রের নিম্ন অববাহিকায় এই দুই দেশের কোটি কোটি মানুষ মিঠা পানির জন্য, কৃষিকাজে এবং জীবিকা নির্বাহে এই নদীর উপর নির্ভরশীল।

এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বিষয়ে চীনের সঙ্গে তাদের উদ্বেগ জানানো হয়েছে এবং দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রণালয় আরও বলেছে, চীনের উচিত হবে যেন এই প্রকল্পের ফলে নিচু এলাকার দেশগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করা।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ডিসেম্বরে এক বিবৃতিতে দাবি করেছে, এই বাঁধ নির্মাণের ফলে নিম্ন অববাহিকার দেশগুলোর উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এবং চীন এই বিষয়ে যোগাযোগ রক্ষা করবে।

এদিকে পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, তিব্বতের মতো সংবেদনশীল ও পরিবেশগতভাবে নাজুক অঞ্চলে এমন বৃহৎ অবকাঠামো নির্মাণের ফলে দীর্ঘমেয়াদী ও অপরিবর্তনীয় ক্ষতি হতে পারে।

উল্লেখ্য, চীন ও ভারত — এই দুই এশীয় পরাশক্তির মধ্যে বহুদিন ধরেই সীমান্ত বিরোধ রয়েছে, আর দুই দেশই বিতর্কিত সীমান্তে প্রচুর সংখ্যক সেনা মোতায়েন করে রেখেছে।

Link copied!