এবার পদত্যাগ করলেন ঢাবির ভিসি মাকসুদ কামাল

জাতীয় ডেস্ক

আগস্ট ১০, ২০২৪, ১০:৩৫ এএম

এবার পদত্যাগ করলেন ঢাবির ভিসি মাকসুদ কামাল

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। এছাড়া সাতটি হলের প্রভোস্টও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

শনিবার (১০ আগস্ট) উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি পদত্যাগ করেছেন বলে জানা যায়।

যে সাতটি হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন সেই হলগুলো হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিজয় একাত্তর হল, জহুরুল হক হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হল, বেগম রোকেয়া হল, শামসুন নাহার হল ও নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রীনিবাস।

বিষয়টি নিশ্চিত করে দেশের গণমাধ্যম দ্য ডেইলি স্টারকে উপাচার্য বলেন, “আমার মনে হয়েছে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমার পদত্যাগ করা দরকার। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন  বলেও জানান তিনি।”  

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান জানান, “ঢাবি উপাচার্যের পদত্যাগের বিষয়ে তিনি অবগত নন। আজ (সাপ্তাহিক) ছুটির দিন, আমি তার কাছ থেকে কোনও ফোনও পাইনি।”

গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। কোটা সংস্কার আন্দোলনে তিনি সাধারণ শিক্ষার্থীদের পাশে না দাঁড়ানোয় শুরু থেকেই শিক্ষার্থীরা তার ওপর ক্ষোভ প্রকাশ করেন। পরে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।

Link copied!