নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, কোনো রাজনৈতিক দল এখনো নির্বাচনে আসতে চাইলে তাদের জন্য আইন মেনে নির্বাচনে আসার পথ তৈরি করা হবে, তাদের স্বাগত জানাবে ইসি।
সোমবার (২০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
রাশেদা সুলতানা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও আমরা চাই, নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক। সবাই আসুক, একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হোক। যতক্ষণ পর্যন্ত সুযোগ আছে, ততক্ষণ পর্যন্ত আমরা চাই; সবার অংশগ্রহণে নির্বাচন হোক।
নির্বাচনে বিএনপির আসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ২০১৮ সালের নির্বাচনে তারা (বিএনপি) কিন্তু অংশগ্রহণ করেছিল। সেসময় তাদের জন্য স্পেস তৈরি করা হয়েছিল। এবারও সে সুযোগ থাকবে। তারা কবে আসতে চায়, কখন আসতে চায়, সেই পরিস্থিতি বুঝে আইন অনুসারে তাদের স্পেস করে দেয়া হবে। তারা যদি আসে আমরা বিবেচনা করবো। আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক।
তবে কোনো দল যদি সঠিক সময়ের মধ্যে না আসে তাহলে আর কোনো কিছু করার থাকবে না বলে মন্তব্য করেন রাশেদা সুলতানা।
এ সময় শুধু যারা নির্বাচনে আসতে চায় তাদের কথা ভাবলেই হবে না, যারা এরইমধ্যে নমিনেশন পেপার নিয়েছেন তাদের কথাও ভাবতে হবে মন্তব্য করে রাশেদা সুলতানা বলেন, যারা এরইমধ্যে নমিনেশন পেপার নিয়েছেন, নির্বাচন করতে চান; তাদের কথাও আমাদের ভাবতে হবে। শুধু যারা আসতে চায় তাদের কথা ভাবলে তো হবে না। তাই যারা আগ্রহী প্রার্থী তাদের জন্য আমাদের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সে বিষয়ে কমিশন কাজ করবে।
রাজনৈতিক সংকটের সমাধান হয়ে যাবে এ প্রত্যাশা করে রাশেদা সুলতানা বলেন, রাজনৈতিক দলগুলো চাইলে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হওয়া সম্ভব। এক্ষেত্রে রাজনৈতিক সংকট সমাধানে উদ্যোগ নেয়ার সাংবিধানিকভাবে ইসির কোনো সুযোগ নাই।
রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে অনুরোধ করে এই নির্বাচন কমিশনার বলেন, তাদের প্রতি আমার বার্তা, আমাদের ওপর আস্থা রাখেন। আসেন, নির্বাচন করেন, নিঃসন্দেহে আপনারা একটি ভালো, সুষ্ঠু-সুন্দর নির্বাচন করার সুযোগ পাবেন। ভোটাররা এসে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। তাদের যাকে ইচ্ছা তাকে মনোনীত করবে।