আগস্ট ২৯, ২০২৩, ১০:৪৭ পিএম
ভদ্রলোকের যদি আত্মবিশ্বাস থাকতো তাহলে আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করে বেড়াত না। ড. ইউনূসের বিচার স্থগিত চেয়ে শতাধিক নোবেল বিজয়ী সহ ১৬০ জনেরও বেশি বিশ্বনেতা একটি নতুন চিঠি পাঠানোর বিষয়ে এই কথা বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিকস সম্মেলন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের বিচার বিভাগ স্বাধীন। কেউ যদি কর না দেয় আর শ্রমিকরা যদি মামলা করা হয়। আমাদেরতো সে বিষয়ে কোন হাত নেই। আর চলমান মামলা নিয়ে কোন হস্তক্ষেপ করিনা। বাহিরে থেকে মামলা প্রত্যাহার করার আমি কেউ না।
আন্তর্জাতিকভাবে তদন্তের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা এই বিবৃতি পাঠিয়েছি তাদের প্রতি আহ্বান তারা এক্সপার্ট পাঠাক। তাদের আইনজীবি পাঠাক। তারা তদন্ত করুক। দলিল,কাগজপত্র এগুলো ঘেটে দেখুক। তাহলেই বুঝা যাবে।
তিনি আরও বলেন, শ্রম আইন নিয়েতো আইএলও’র অনেক নীতি আছে। তারা এই বিষয় নিয়ে কেন কাজ করছে কিনা। মামলা না নেয়ার জন্য নেতাদের ঘুষ পর্যন্ত দেয়া হয়েছে। সেগুলোও কিন্তু ব্যাংকে ফ্রিজ করা।
কে বিবৃতি দিল না দিল সেটাতো আদালত দেখবে না। শ্রমিকদের প্রায় ১২ শ কোটি টাকা পাওনা। এগুলো আগে। এত লম্বা লম্বা কথা এত বড় বড় কথা। কিন্তু তারা শ্রমিকদের টাকা আত্মসাৎ করে। আইএলও’র প্রতিটি কনভেনশনে আমরা স্বাক্ষর করেছি। তাই শ্রমিকদের বিষয়ে আমরা কঠোর।