সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই

জাতীয় ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০১:১৮ পিএম

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই

সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত শনিবার সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে এই ময়নাতদন্ত করা হয়, পুলিশ ও পরিবারের উপস্থিতিতে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শেখ মো. এহসান বলেন, “লাশটি পানির মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে এবং হালকা পচনশীল অবস্থায় ছিল। প্রাথমিক পরীক্ষায় শরীরের বাইরে বা ভেতরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দাঁত, চুল, লিভার, কিডনি ও পাকস্থলীর কিছু অংশ সংগ্রহ করা হয়েছে, যা সংরক্ষণ করে ঢাকায় পাঠানো হবে। চূড়ান্ত প্রতিবেদনের পর আমরা সুনির্দিষ্ট মন্তব্য দিতে পারব।

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। ওই রাতেই তার পরিবার রমনা থানায় জিডি করে নিখোঁজের খবর জানায়।

শনিবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকায় মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখা যায়। স্থানীয়রা জরুরি নম্বর ৯৯৯-এ খবর দিলে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোহাম্মদ সালেহ আহমেদ বিকেল সাড়ে ৩টার দিকে লাশ উদ্ধার করেন। লাশটি পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে আনা হয়।

নৌ পুলিশের সদস্যরা লাশের ছবি তুলেও ঢাকার রমনা থানায় পাঠান। পরিবারের দেওয়া ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হয়। এরপর তার ছেলে ঋত সরকার ও চিররঞ্জন সরকার ঢাকาจ থেকে এসে লাশ শনাক্ত করেন।

ময়নাতদন্ত সম্পন্ন হলেও দুপুর সোয়া ১২টার সময় পর্যন্ত লাশ পরিবারকে হস্তান্তর করা হয়নি। পরিবারের সদস্যরা লাশ নিয়ে ঢাকার সিদ্ধেশ্বরীর বাড়িতে পৌঁছে শেষকৃত্য সম্পন্ন করবেন, যা বরদেশ্বরী কালী মন্দির ও সবুজবাগ শ্মশানে অনুষ্ঠিত হবে।

Link copied!