কেরাণীগঞ্জে এসি বিস্ফোরণে চারজন আহত

জাতীয় ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০৩:৪২ পিএম

কেরাণীগঞ্জে এসি বিস্ফোরণে চারজন আহত

প্রতীকী ছবি

ঢাকার কেরাণীগঞ্জ মডেল টাউন এলাকায় একটি পরিবারের চারজন সদস্য আহত হয়েছেন তাদের বাসায় এয়ার কন্ডিশনারের কম্প্রেসার বিস্ফোরিত হওয়ায়।

আহতদের শনিবার দুপুর সাড়ে ১টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সেখানে কর্মরত আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “তাদের মধ্যে তিনজনের শ্বাসনালী পুড়ে গেছে। চতুর্থ ব্যক্তির শ্বাসনালীরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন মো. মামুন (৪৫), তার স্ত্রী লাকি (৩৮), এবং তাদের দুই সন্তান মিহাদ (১৬) ও সিয়াম।

লাকীর বোন ফারিয়া জানিয়েছেন, তাদের পরিবার বাড়ির দ্বিতীয় তলায় থাকে। তিনি বলেন, “নিচতলায় থাকা এয়ার কন্ডিশনারটি রাতের কোনো এক সময়ে বিস্ফোরিত হয়। যদিও নিচতলায় কেউ আহত হননি, তবে বিস্ফোরণে আগুন দ্বিতীয় তলার বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রথমে তাদের হাসপাতালে নেওয়া হয়নি কারণ শরীরে কোন দগ্ধ চিহ্ন ছিল না।

ফারিয়া আরও বলেন, “আমার বোন পরিবার নিয়ে সেখানে থাকে। রাতের আগুনে তাদের শরীর পোড়েনি। কিন্তু সকাল থেকে শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। নাক-মুখ জ্বালাপোড়া করছিল এবং শ্বাসের সঙ্গে কালো ছাইমিশ্রিত কিছু আসছিল। এ কারণে আমি তাদের হাসপাতালে নিয়ে আসি।

Link copied!