নভেম্বর ৩০, ২০২৩, ০৯:১৭ এএম
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই মুহূর্তে র্যাব, পুলিশ, বিজিবিসহ আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটের সময় জাতীয় পার্টির এমপি কাজী ফিরোজ রশিদ মনোনয়নপত্র দাখিল করে সাংবাদিকদের সাথে ব্রিফ করার প্রস্তুতি নিচ্ছিলেন। তার সমর্থনে নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছিলেন।
ঠিক তিনি যখন বক্তব্য শুরু করবেন তখনই পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর তিনি কোন মন্তব্য না করেই প্রস্থান করেন।
এর পরপরই র্যাব, পুলিশ, বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি একতলা ভবনে গাছ থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হলেও গাছের কারণে সেগুলো বিস্ফোরণ হয়নি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে এসেছি। কী ঘটেছে তা খতিয়ে দেখছি।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখন আলামত সংগ্রহ করছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।