ছবি: সংগৃহীত
বাংলাদেশে অবস্থিত নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার ( ২১ নভেম্বর ) তাদের এই দূতাবাসটি বন্ধ করে দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র সোমবার ( ২৭ নভেম্বর ) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন,উত্তর কোরিয়া বাংলাদেশকে জানিয়েছে, দেশটি আরও ভালো কার্যক্রমের জন্য তাদের দূতাবাস দিল্লিতে স্থানান্তর করেছে।
তবে ওই কর্মকর্তা মনে করেন, আর্থিক সংকটের কারণে উত্তর কোরিয়া তাদের দূতাবাস স্থানান্তর করেছে। দেশটি নেপাল থেকেও তাদের দূতাবাস স্থানান্তর করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, মাসখানেক আগেই কূটনৈতিক পত্রের মাধ্যমে দূতাবাস বন্ধের বিষয়টি জানিয়েছিল উত্তর কোরিয়া। এরপর দেশটির রাষ্ট্রদূত ২১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করেন।
ওই সূত্র জানায়, এখন থেকে দিল্লিতে থাকা উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে বলে।
বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস কাজ শুরু করে। উত্তর কোরিয়ায় বাংলাদেশেরও দূতাবাস নেই। চীনের বেইজিংয়ে থাকা বাংলাদেশ দূতাবাস ‘সমদূরবর্তী মিশন’ হিসেবে উত্তর কোরিয়ার সাথে সম্পর্কের বিষয়গুলো দেখাশোনা করে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশকে অবহিত করেন যে, দেশটি ভবিষ্যতে বাংলাদেশে তাদের দূতাবাস পুনরায় চালু করবে।