নির্বাচনকে কেন্দ্র করে চলছে শুভেচ্ছা বিনিময়। ফলে অনেকেই শুভেচ্ছা বিনিময়ের প্রধান মাধ্যম হিসাবে ফুল, ফুলের তোড়া এবং মালা বেছে নিয়েছেন। এই নির্বাচনকে উপলক্ষ্য করে ফুলের দোকানে ধুম পড়েছে ক্রেতাদের। শাহবাগের কিছু ফুল বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনের এই রেশ চলতে পারে আগামী ফেব্রুয়ারী মাস পর্যন্ত।
মো: আবুল কালাম আজাদ, তিনি শাহবাগের আনিকা পুষ্প বিতানের স্বত্তাধিকারী। তিনি জানান, বেচাকেনা গত ৯ জানুয়ারী পর্যন্ত বেশ ভালো চলেছে। তবে আজ স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে তার ১৫ হাজার টাকা মতো লোকসান হয়েছে যেখানে গতকালও ৫ হাজার টাকার মতো লাভ হয়েছিল।
বর্তমানে ফুলের তোড়ার দাম জানতে চাইলে তিনি উল্লেখ করেন, ১ হাজার টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত ফুলের তোড়া বিক্রি হচ্ছে। যা বিশেষ ভাবে শুভেচ্ছা বিনিময়ের জন্যেই প্রস্তুত করা হচ্ছে। যেখানে নির্বাচনের আগে ৭০০ করে ফুলের তোড়া বিক্রি হতো এখন সেগুলোরই দাম বৃদ্ধি পেয়ে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
ভ্যালেন্টাইন ফ্লাওয়ার এর মালিক কামাল জানান, ফুলের ক্ষেত্রে বিদেশী ফুলের চাহিদা বেশী। লিলি, অর্কিড, কার্নিশ ইত্যাদি ফুলের তৈরি তোড়া মানুষ বেশি ক্রয় করছে নব নির্বাচিত সাংসদদের শুভেচ্ছা জানানোর জন্য।
এদিকে পুরান ঢাকার সেলিম বাবু তিনি একজন আওয়ামী লীগের সর্মথক, যিনি ৭- আসনের নবনির্বাচিত সাংসদ সোলেমান সেলিমের জন্য ফুল ক্রয় করতে গিয়ে জানান, ফুল হচ্ছে ভালবাসা এবং আন্তরিকতার প্রতীক। তিনি বিশ্বাস করেন ফুল যেমন সুন্দর তেমনি তাদের নেতা এই আসনে থেকে সুন্দরভাবে জনগণকে সেবা দেবেন।
মন্ত্রীসভা গঠনের পর হয়তো ফুলের বিক্রি আরও বাড়বে। নেতা-কর্মী এবং দলের সর্মথকরাই মূলত এই ফুলের তোড়া এবং মালা ক্রয় করছেন তাদের পছন্দের প্রতিনিধিকে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে।