আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৪, ২০২৩, ১০:১৬ এএম

আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মতিঝিল-আগারগাঁও অংশের মেট্রোরেল এমআরটি লাইন-৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৪ নভেম্বর) দুপুরে এ অংশের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের পর দুপুর আড়াইটায় আগারগাঁও রেলস্টেশন থেকে সফরসঙ্গীদের নিয়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তাঁর সাথে ছিলেন ২০০ আমন্ত্রিত অতিথি। তাদের মধ্যে রয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম শিশু, কৃষক, সবজি বিক্রেতা, ইমাম, সাধু, আদিবাসীসহ বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের মানুষ। দাতা সংস্থা, দেশি-বিদেশি অতিথি, দলীয় লোকজনসহ ডিএমটিসিএলের সাথে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন।

মেট্রোরেলে ওঠার পর গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, “যারা এই মেট্রোরেলের কাজে নিয়োজিত ছিল আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। করোনার সময়েও তারা এই কাজ করে দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা। তাদের পরিশ্রমের জন্য এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হবে।”

তিনি আরও বলেন, “যারা সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নি সন্ত্রাস করে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা শান্তিতে বিশ্বাস করি। দেশ যেভাবে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, আমরা সেভাবেই এগিয়ে যেতে চাই।’

এদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অনুভূতি জানিয়ে বলেন, ‘আজ ঢাকাবাসীর জন্য এক ঐতিহাসিক। ঢাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। এর মাধ্যমে ঢাকাবাসীর সময় সাশ্রয় হবে।”

উদ্বোধনের পরদিন রবিবার (৫ নভেম্বর) থেকে এটি সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে তিনটি স্টেশন চালুর মাধ্যমে এ অংশের মেট্রোরেল চলাচল শুরু হবে। স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট।

মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চার ঘণ্টা ট্রেন চলাচল করবে। এর মধ্য দিয়ে মতিঝিল-উত্তরার যাত্রীদের দীর্ঘদিনের যানজটের দুর্ভোগ অবসান হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

নানা প্রতিবন্ধকতা কাটিয়ে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত শেষ হয়েছে মেট্রোরেলের কাজ। যান চলাচলে বিশ্বের সবচেয়ে ধীরগতির এ নগরীর বুক চিরে এবার উড়ালপথে ছুটবে বিদ্যুৎচালিত দ্রুতগতির এ ট্রেন।

ডিপো থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের ২১.২৬ কিলোমিটার রেলপথে মোট স্টেশন থাকছে ১৭টি। স্টেশনগুলো হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর। 

একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে আসতে সময় লাগবে মাত্র ৩১ মিনিট, যা সত্যিই অবিশ্বাস্য। বাসে যেখানে কোনো কোনো সময় তিন থেকে চার ঘণ্টা সময় লাগত, এখন চোখের পলকেই হবে আসা-যাওয়া।

বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

Link copied!