পিএসসি উপপরিচালকের গ্রামের লোকজন যা জানালেন

বিশেষ প্রতিবেদক

জুলাই ৯, ২০২৪, ০৩:১৬ পিএম

পিএসসি উপপরিচালকের গ্রামের লোকজন যা জানালেন

গ্রেপ্তার হওয়া পিএসসির উপপরিচালক আবু জাফর। ছবি: সংগৃহীত

বিসিএসসহ সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার পিএসসি উপ-পরিচালক আবু জাফরের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপার কলাগাছিয়া গ্রামের বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, সেখানে তিনি খুব বেশি যেতেন না। আর যদিওবা যেতেন, তবে বড় একটি সময় পাশের কল্যাণকলস গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থান করতেন।

এর আগে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে আবু জাফরসহ ১৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি।

পিএসসি পরিচালিত পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়ে গত ৭ জুলাই চ্যানেল-২৪-এ এক প্রতিবেদনে বলা হয়, পিএসসির অন্তত দুজন উপপরিচালক এবং গাড়িচালক সৈয়দ আবেদ আলী প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত রয়েছেন।

এলাকাবাসী জানান, ছেলেবেলায় এলাকা ছেড়ে খুলনায় বোন ও ভগ্নিপতির কাছে থাকতেন আবু জাফর। গ্রামের বাড়িতে আসতেন কদাচিৎ। বিশেষ কোনও অনুষ্ঠান ছাড়া গ্রামে না আসায় অনেকেই তার সঙ্গে পরিচিত নন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, “তার পৈর্তৃক ভিটাবাড়ি বলতে কিছুই নেই। কয়েক বছর আগে নদীতে বিলীন হয়ে যায় তাদের বাড়ি। পরে বাড়ির জমির কাছেই ৬০ শতাংশ জমি কিনে পাকা বাড়ি নির্মাণের উদ্যোগ নেন জাফর। তবে একতলা ছাদ দেওয়ার পর নির্মাণ কাজ আর এগোয়নি।”

আবু জাফরের দূর-সম্পর্কের আত্মীয় আউয়াল মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, “দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই সামান্য লেখাপড়া করে এলাকায় টিউশনি করে জীবিকা নির্বাহ করছেন। ভাইদের তেমন খোঁজ-খবর নিতেন না তিনি।”

স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী দ্য ডেইলি স্টারকে বলেন, “তার মা কোথায় থাকেন এলাকার লোকজন সেটাও জানেন না। তার দুর্নীতির খবরে আমরা অবাক হয়েছি। এলাকায় তিনি কিছুই করেননি। আমাদের ধারণা, অবৈধ আয় দিয়ে কিছু করলে ঢাকায় করে থাকতে পারেন।”

Link copied!