আগুন দেওয়া হয়েছে, নেওয়া হয়েছে ক্রেন

শেখ মুজিবের ধানমন্ডি ৩২- নাম্বার বাড়িতে তাণ্ডব

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১২:০৫ এএম

শেখ মুজিবের ধানমন্ডি ৩২- নাম্বার বাড়িতে তাণ্ডব

Photo: Thereport.live

বাংলাদেশে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এমন পরিস্থিতিতে দিল্লিতে বসে ছাত্র-জনতার উদ্দেশে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ নামে কর্মসূচি পালন করছে। 
সন্ধ্যা থেকে ‘নারায়ে তাকবির’ স্লোগানে হাতুড়ি, শাবল নিয়ে শত শত যুবকরা হামলে পড়ে ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়িটিতে।এরপর শুরু হয় তুমুল তাণ্ডব। 
বিভিন্ন রুমে ঢুকে ঢুকে সব ভাঙচুর করা হয়। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে একটি কক্ষে। 
এসময় আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। 
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনের নেতা হাসনাত আব্দুল্লাহ এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “আজ রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।”
এর আগে হাসনাত আবদুল্লাহ বলেন, ”শেখ হাসিনা ও ছাত্রলীগ প্রসঙ্গ এ দেশে আর নেই। শেখ হাসিনা বাংলাদেশের কসাই। তার কোনো ভাষণ যদি এখন কোনো গণমাধ্যমে প্রচারিত হয়, তাহলে সে গণমাধ্যম শেখ হাসিনাকে সহযোগিতা করছে বলে ধরে নিতে হবে।”
এর আগে ৫ আগস্টও হামলা হয়েছিল এখানে। আগুন ধরিয়ে দেওয়ার পর পুরো বাড়িটি এতো দিন পড়েছিল কঙ্কালসারশূণ্য অবস্থায়। কিন্তু সম্প্রতি শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে এবার বাড়িটির শেষ অস্তিত্ব গুড়িয়ে দেওয়ার মিশন শুরু হয়।
ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত এ বাড়িতেই থাকতেন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। বাড়িটি পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করা হয়। 
শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি শুরু হতো ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এমনকি হাসিনার অনুগত অনেক সরকারি আমলাও  এখানে শ্রদ্ধা নিবেদন করে তাদের কার্যক্রম শুরু করতেন।

Link copied!