আগস্ট ৮, ২০২৩, ০২:২৯ এএম
১৪ দলীয় জোটের মুখপাত্র ও সমন্বয়ক এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, আবার তারা সংবিধানের উপর হাত দেয়ার ষড়যন্ত্র করছে, তারা আন্দোলনের নামে মূলত সংবিধানে হাত দিতে চায়। তারা যে ঘোষণা পত্র আন্দোলনের কর্মসূচি বারবার দিচ্ছে তার ভিতরে তাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য সুনির্দিষ্ট পয়েন্ট হচ্ছে সংবিধান সংশোধন করা।
সোমবার (৭ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দলীয় জোট আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন জোটের মুখপাত্র।
তিনি আরও বলেন, সংবিধানে কি সংশোধন করার আছে? তাদের ইচ্ছা হলো এই সংবিধানকে আবার পাকিস্তানি সংবিধানের ধারায় নিয়ে যাওয়ার অপচেষ্টা।
তিনি বলেন, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপেক্ষা করে যারা এই সভাকে সাফল্যমণ্ডিত করতে পারে, এই দেশে গণতান্ত্রিক ধারাকে যারা নস্যাৎ করতে চায় তাদেরও এমনিভাবে মোকাবিলা করে আন্দোলনের জয়যাত্রা অব্যাহত রাখতে পারবে।
এ দেশে কোনো ষড়যন্ত্র চিরদিন স্থায়ী হয়নি মন্তব্য করে ১৪ দলের সমন্বয়ক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের সব সূচকে পাকিস্তানে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ায় দেশটির দোসরদের গাত্রদাহ হচ্ছে।
আমির হোসেন আমু আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, আমরা অব্যাহত রাখবো। কোনো ষড়যন্ত্র সফল হতে দেবো না, এটাই আমাদের আজকের শপথ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার।