এবার সচিবালয়ে মহাসমাবেশের ডাক কর্মকর্তা-কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৪, ০৫:১৭ পিএম

এবার সচিবালয়ে মহাসমাবেশের ডাক কর্মকর্তা-কর্মচারীদের

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই দাবি-দাওয়া নিয়ে প্রায় প্রতিদিনই চলছে আন্দোলন। আনসার থেকে শুরু করে পোশাক শ্রমিক কিংবা অটো রিকশাচালক থেকে কলেজ শিক্ষার্থীরা; নতুন নতুন দাবি নিয়ে হচ্ছে আন্দোলন। 

এবার মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। ৯ দফা দাবিতে আগামী ৪ ডিসেম্বর সচিবালয়ে হবে এ মহাসমাবেশ।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়। এ সময় ৯ দফা দাবি পড়ে শোনান সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।

তিনি বলেন, দাবি আদায়ে আমরা মাঠে আছি। গড়িমসি না করে আমাদের দাবি বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি।

সমাবেশে বক্তারা বলেন, পতিত স্বৈরাচারের আমলে চাকরিতে অন্যায়ভাবে আরোপিত সব আদেশ প্রত্যাহার এবং ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা প্রদানসহ নিয়মিত চাকরির মতো ভূতাপেক্ষভাবে আর্থিক সুবিধা দেয়ার নির্দেশনা দিতে হবে। 

কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে-কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূরীকরণ, ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি বেতন গ্রেড নির্ধারণ করতে হবে বলেও দাবি তাদের। 

এছাড়া দাবির মধ্যে আরও রয়েছে- পূর্ণাঙ্গ পে-কমিশন বাস্তবায়নের আগে সর্বস্তরের কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা বাস্তবায়ন এবং ২০তম গ্রেডে (অফিস সহায়ক) কর্মরতদের বেতন গ্রেড ১৭তম গ্রেডে উন্নীত করতে হবে।

আরও পড়ুন: আমাদের কাজের কারণেই ফ্যাসিবাদের ফেরার আশঙ্কা বেড়ে গেছে: মির্জা ফখরুল

দাবির মধ্যে আরও রয়েছে- আগের মতো ১০০ শতাংশ পেনশন–গ্র্যাচুইটি প্রথা চালু করা, সব স্তরের কর্মচারীদের জন্য আগের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু, কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক আয়সীমা পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত রাখা, রাষ্ট্রপতির কার্যালয়ের মতো সচিবালয় ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো রেশনিং প্রথা চালু এবং চাকরি থেকে অবসরে যাওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩ বছর বাড়িয়ে বর্ধিত করে ৬২ বছর করা।

Link copied!