জাতীয় সংসদসহ নীতিনির্ধারণী পর্যায়ে হিজড়া ও ট্রান্সজেন্ডারদের প্রতিনিধিত্ব নেই। অন্যরা দায়িত্ব নিয়ে এসব মানুষের পক্ষে কথা বলেন না। সঠিক সমাজ গড়তে হিজড়াদের সংরক্ষিত আসন থাকা প্রয়োজন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে "জাতীয় সংসদে হিজড়া ও ট্রান্সজেন্ডার সংরক্ষিত আসন চাই" শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় "সুস্থ জীবন" চেয়ারম্যান পার্বতী আহমেদ।
সম্মেলনে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে মিষ্টি চৌধুরি বলেন, প্রধানমন্ত্রী আমাদের সব সুযোগ দিয়েছে৷ আগামীতে আমাদের দাবি আদায়ে তাই আওয়ামী লীগকে প্রয়োজন। আশা করি শীঘ্রই এই অবস্থার পরিবর্তন হবে।
এদিকে শাম্মী আক্তার বলেন, আমাদের বলার মত জায়গা নেই। আমাদের কমিউনিটি কিন্তু স্থানীয় সরকারে রয়েছে। তাই জাতীয় পর্যায়ে যে আমরা আরও ভাল করব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটি চেয়ারপার্সন পার্বতী আহমেদ বলেন,"সুস্থ জীবন" ২০০০ সাল থেকে সমাজে অবহেলিত ও পিছিয়ে পড়া হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন,আইনী সহায়তা,মানবাধিকার এবং সমাজের সকল স্তরের অংশগ্রহন সুনিশ্চিত করণে কাজ করে যাচ্ছে। বর্তমানে হিজড়া ও ট্রান্সজেন্ডার নারীদের অনেকটা ইতিবাচক গ্রহনযোগ্যতা পেলেও তা কাঙ্খিত পর্যায়ে এখনও পৌঁছেনি। আমরা গভীরভাবে অনুধাবন করছি যে, নীতিনির্ধারনি পর্যায়ে এ জনগোষ্ঠীর অংশগ্রহন ছাড়া পূর্ণভাবে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় সত্যিকার কার্যক্রম নেয়া সম্ভব না। তাই “সুস্থ জীবন” আয়োজনে,“মানুষের জন্য ফাউন্ডেশন”র সহযোগীতায় ও “গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা”র অর্থায়নে আজকের এই প্রেস কনফারেন্স। আমাদের উন্নয়নে সমাজের উন্নয়ন আর সমাজের উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করণের জন্য সম্মিলিত সহযোগীতা প্রয়োজন। আজ এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের পবিত্র সংসদে আমাদের সংরক্ষিত আসন নিশ্চিতকরণে আপনার এবং আপনাদের সহযোগীতা ও পূর্ন সমর্থন পাবো বলে আশা রাখি ।