নভেম্বর ৯, ২০২৩, ১২:২৩ এএম
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের সময় নিয়োজিত পুলিশের সাঁজোয়া যানের (এপিসি) ভেতরে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে আহত তিন পুলিশ সদস্যদের দুইজনকে ঢাকা মেডিকেল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (৮ নবেম্বর) রাতে দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।
তিনি দ্য রিপোর্ট কে বলেন, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে আহত তিন পুলিশ সদস্যদের দুইজনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান।
বাচ্চু মিয়া বলেন, আহত ৩ পুলিশ সদস্যদের মধ্যে জিএমপির এসআই প্রবীর (৪০) রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে এবং নায়েক মোরশেদ আলম খান (৩৫) কে নেওয়া হয়েছে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে এবং এদের মধ্যে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে, মাথাতেও গুরুতর আঘাত পাওয়া পুলিশ কনস্টেবল ফুয়াদ হাসান (২৭) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্তব্যরত চিকিৎসকরা জানায়, নায়েক মোরশেদের দুই হাত ও পায়ে ক্ষত এবং এসআই প্রবীরের মাথায় ও মুখে আঘাত লেগেছে এবং কনস্টেবল ফুয়াদ হাসানের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে, মাথাতেও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তিনজনের মধ্যে কনস্টেবল ফুয়াদ ও মোরশেদকে সাথে সাথেই ভর্তি দেওয়া হয় বলেও জানান কর্তব্যরত চিকিৎসকরা।
এদিকে গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর, সফিপুর ও মৌচাকসহ আশপাশের পোশাক কারখানা শ্রমিকদের নূন্যতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে গত কয়েকদিন ধরে চলছে আন্দোলন।
সরকার ঘোষিত মজুরি প্রত্যাখান করে বুধবার সকালে পোশাক শ্রমিকরা আবার আন্দোলনে নামে বিক্ষোভকারীর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দুপুরের পর আহত নারী শ্রমিকের মৃত্যুর খবরে আবারও পুলিশের সঙ্গে কোনাবাড়ি এলাকায় সংঘর্ষ বাঁধে আন্দোলন কারীদের এসময় পুলিশের পাঁচ সদস্য গুরুতর আহত হয়।