যমুনার রুই মাছের জিন বিন্যাস উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০১:২৫ পিএম

যমুনার রুই মাছের জিন বিন্যাস উন্মোচন

সংগৃহীত ছবি

যমুনা নদীর রুই মাছের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স বা জিন বিন্যাস উন্মোচন করেছেন জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষণা সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাছানের নেতৃত্বে দুই বছরের বেশি সময় ধরে করা গবেষণায় এই সফলতা পাওয়া গেছে। যা রুই মাছের সংরক্ষণ ও উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বলছেন গবেষকরা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সেমিনারে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মাহবুব আলম।

গবেষকরা জানান, প্রথমে যমুনা নদী থেকে রুই মাছ সংগ্রহ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি, জাপান এবং ভারতের সুপার কম্পিউটারে গবেষণাকাজ পরিচালিত হয়। এর মধ্য দিয়ে রুই মাছের ডিএনএ বা কৌলিক বৈশিষ্ট্যের সব তথ্য জানতে পারেন তারা।

এর মাধ্যমে রুই মাছের জাত উন্নয়ন সংরক্ষণ ও উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন গবেষকরা। একই সঙ্গে তা রুই মাছের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিতভাবে জানতেও সহায়ক হবে। জীবন রহস্য উন্মোচনের এই সাফল্য রুই মাছের উৎপাদন বৃদ্ধি ও মান বাড়াতে কাজে লাগবে। সম্মিলিতভাবে চেষ্টা করলে রুই মাছ বাংলাদেশের মৎস্য উৎপাদনে ইতিবাচক ভূমিকা রেখে উদাহরণ সৃষ্টি করবে।

Link copied!