নারীর তুলনায় কখনও বিয়ে করেননি এমন পুরুষের সংখ্যা বেশি। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশ করা বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩ এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রোববার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, কখনও বিয়ে হয়নি দেশে এমন পুরুষের সংখ্যা ৩৫ দশমিক ৮ শতাংশ। সেই তুলনায় নারীর সংখ্যা ২১ দশমিক ৭ শতাংশ। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৩ সালে বিবাহিত পুরুষের সংখ্যা ৬২ দশমিক ২ শতাংশ এবং নারী ৬৫ দশমিক ৬ শতাংশ।
এর আগে ২০২২ সালেও কখনও বিয়ে হয়নি এমন পুরুষের সংখ্যা ছিল একই অর্থাৎ ৩৫ দশমিক ৮ শতাংশ। ২০২১ সালে ছিল ৩৭ দশমিক ৫, ২০২০ সালে ৩৮ দশমিক ৩ আর ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৩৮ দশমিক ৯ শতাংশ।
অন্যদিকে কখনও বিয়ে করেননি এমন নারীর সংখ্যা ২০২২ সালে ছিল ২১ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে এই সংখ্যা কিছুটা কমেছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালে কখনও বিয়ে করেননি এমন নারীর সংখ্যা ছিল ২৩ দশমিক ৯ শতাংশ, ২০২০ সালে ২৫ দশমিক ৫ শতাংশ আর ২০১৯ সালে ছিল ২৫ দশমিক ১ শতাংশ।