জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসাবে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া ইনগ্রিড অ্যালিস ডেসিরি।
তার সফরসঙ্গী হয়েছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা ও বৈদেশিক বাণিজ্য-বিষয়ক মন্ত্রী ইউহান ফরসেল এবং জাতিসংঘের উন্নয়ন সংস্থার সহকারী মহাসচিব উলরিকা মডিয়ের।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ গতকাল সোমবার সকালে অতিথিদের হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে স্বাগত জানান।
২০২৩ সালের নভেম্বরে জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসাবে নির্বাচিত এই রাজকন্যার বাংলাদেশে এটা ২য় সফর। এর আগে এসেছিলেন ২০০৫ সালে।
জলবায়ু, লিঙ্গভিত্তিক সমতা, সবুজ ও ডিজিটাল রূপান্তরণসহ টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্য, প্রতিবন্ধকতা এবং ব্যবসায়িক খাতের অবদান সরেজমিনে দেখতেই এবারে চারদিনের এই সফর, জানিয়েছে ঢাকাস্থ সুইডিশ দূতাবাস ।
সফরকালে সরকারের প্রতিনিধিদের পাশাপাশি, উদ্যোক্তা-মহল, বিভিন্ন সংস্থা, উন্নয়ন অংশীদার এবং তরুণদের সঙ্গে মত বিনিময় করবেন ডাচেস অফ ভাস্টারগটল্যান্ড হিসাবে পরিচিত এই রাজকন্যা।
এই সফরকালে রাজকন্যা এবং তার সফরসঙ্গীরা পরিবেশবান্ধব এবং ডিজিটাল রূপান্তরণে বাংলাদেশের ব্যবসায়িক মহলের ভূমিকা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।
তাছাড়াও তিনি জলবায়ু উপযোগী প্রকল্প দেখতে খুলনার উপকূলীয় কয়রা উপজেলা ও কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির ভ্রমণ করবেন।
সফররত সুইডিশ মন্ত্রী ফরসেল বলেন, জাতিসংঘের লক্ষমাত্রা ২০৩০ পূরণে সক্রিয়ভাবে কাজ করছে এবং দেশটির সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্বের বয়েস ৫০ বছর। এবং ২০২৬ সালে বাংলাদেশ মাধ্যম আয়ের দেশে উন্নীত হওয়াকে ইতিবাচক হিসাবে দেখছেন তারা।
তাই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ ও বাংলাদেশের বাণিজ্য খাতে এই রাজকন্যা কী বার্তা নিয়ে আসছেন, তা এবার দেখার পালা।