বেতন-বোনাসের দাবিতে মাটির প্লেট নিয়ে শ্রমিকদের প্রতিবাদ মিছিল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২৫, ০৭:২৮ পিএম

বেতন-বোনাসের দাবিতে মাটির প্লেট নিয়ে শ্রমিকদের প্রতিবাদ মিছিল

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

টিএনজেড গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা শ্রম ভবনের সামনে জড়ো হয়ে তিন মাসের বকেয়া বেতন ও ভাতার দাবিতে থালি বাসন হাতে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার, ২৮ মার্চ বিকেলে শ্রমিকরা এ প্রতিবাদ মিছিল করেন।

এসময় আন্দোলনরত শ্রমিকরা নানা স্লোগান দিতে থাকেন। যার মধ্যে ছিল— “আমাদের ন্যায্য বেতন চাই, অন্যায় আর সহ্য নয়,” “শ্রমের মূল্য দাও, ন্যায্যতা নিশ্চিত কর,” “তিন মাসের বেতন বকেয়া, আর কত দিন অপেক্ষা,” “পরিশ্রমের মূল্য চাই, শোষণের অবসান চাই,” “শ্রমিক বঞ্চিত হলে, প্রতিবাদ হবে রাস্তায়,” “দাবি একটাই, বেতন-বোনাস এখনই চাই,” “ন্যায়বিচার চাই, শোষণ আর নয়” প্রভৃতি।

টানা ছয় দিন ধরে বেতন ও ভাতার দাবিতে আন্দোলন করে আসছেন নারী শ্রমিক রেখা বেগম। নরসিংদীর বাসিন্দা রেখা টিএনজেড গ্রুপের এপ্যারেল ইকো প্লাস কারখানায় কর্মরত।

অ্যাপ্যারেল ইকো প্লাস কারখানার শ্রমিক শহিদ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদ আসতে মাত্র দুইদিন বাকি, অথচ কয়েক মাস ধরে কোনো বেতন পাইনি। ঈদ বোনাসের কথা তো দূরের ব্যাপার। পরিবারের খরচ চালানো অসহনীয় হয়ে উঠেছে। আমরা পরিশ্রমের বিনিময়ে ন্যায্য মজুরি চাইছি, তবুও কেন সরকার মালিকপক্ষের সাফাই গাইছে?

তিনি বলেন, আমার বাড়িতে ছোট ছোট দুইটি বাচ্চা আছে তাদের জন্য কি নিয়ে বাড়ি যাব?

অশ্রুসজল চোখে রেখা বেগম বলেন, “আমাদের কষ্ট কেউ বোঝে না। ছয় দিন ধরে আন্দোলন করছি, অথচ সরকার শুধু মালিক পক্ষের কথাই শুনছে।” আমরা ৪ বছরের মেয়ে গ্রামের বাড়ি থেকে মোবাইল করে বলছে মা আমার নতুন জামা নিয়ে কবে আসবা?  আমি তো জানি না এই মালিক, এই সরকার কবে আমার বেতন বোনাস দিবে। আমি এখন কি করব? ভেবে কুল-কিনারা পাচ্ছি না।

ভুখা মিছিলটি শ্রমভবন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরান পল্টন মোড়, সচিবালয়ের সামনে দিয়ে জিরো পয়েন্ট হয়ে প্রেসক্লাব হয়ে আবার শ্রমভবনে গিয়ে শেষ হয়।

তিন মাসের বকেয়া বেতন, ভাতা ও ঈদ বোনাসের দাবিতে শ্রমভবনের সামনে অবস্থান নিয়েছিলেন তিন হাজারের বেশি শ্রমিক। আন্দোলনের অংশ হিসেবে টানা পাঁচদিন ধরে তারা বিক্ষোভ করেন। প্রতিষ্ঠানটি গতকাল মোট সাড়ে পনেরো কোটি টাকা বকেয়ার মধ্যে কেবল একটি কারখানার শ্রমিকদের জানুয়ারি মাসের ৮০ শতাংশ বেতন পরিশোধ করেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, টিএনজেড গ্রুপের মালিক ব্যক্তিগত গাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেছেন।

Link copied!