অতিরিক্ত দামে ব্রয়লার মুরগি বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে তলব

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২৩, ০১:৫৯ পিএম

অতিরিক্ত দামে ব্রয়লার মুরগি বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে তলব

অতিরিক্ত দামে ব্রয়লার মুরগি বিক্রির কারণ জানতে প্রয়োজনীয় তথ্যাদিসহ ৪টি প্রতিষ্ঠানকে ব্যাখ্যা প্রদান করতে তলব করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনথ্যায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করারও সতর্কসংকেত দিয়েছে সরকারি এ প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে তাদের ডাকা হয়।

তলব হওয়া ৪ প্রতিষ্ঠান হলো- কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ ও প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড।

এ তথ্য নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘অতিরিক্ত দামে মুরগি বিক্রির কারণ জানতে তাদের ডাকা হয়েছে। প্রতি কেজি মুরগির উৎপাদন খরচ তারা বলছে ১৩০ থেকে ১৪০ টাকা। কিন্তু, লাভের তো একটা সীমা থাকা উচিত। আমরা প্রমাণ পেয়েছি তারা ২২০ টাকা করে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করছে। এর কারণটা কী সেটাই জানার জন্য তাদের ডাকা হয়েছে।’

এর আগে বুধবার (২২ মার্চ) এক চিঠিতে এ নির্দেশ প্রদান করা হয়। 

চিঠিতে বলা হয়, গত ৯ মার্চ এক সভায় পোলট্রি মুরগি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা যৌক্তিকমূল্যে পোল্ট্রি মুরগি বিক্রি করবেন মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হলেও বাজারে তা পরিলক্ষিত হয়নি। বরং আরও অধিকমূল্যে তা বিক্রি হচ্ছে, যা ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ২১ (খ) ধারা’ অনুযায়ী ভোক্তা অধিকার বিরোধী অপরাধ।

Link copied!