অভিযানে বন্ধ ৮৮২টি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩০, ২০২২, ০১:৪৪ এএম

অভিযানে বন্ধ ৮৮২টি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার

তিনদিনে সারাদেশে অনিবন্ধিত ৮৮২টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এর মধ্যে ঢাকায়ই বন্ধ করা হয়েছে ১৬৭টি অনিবন্ধিত স্বাস্থ্যকেন্দ্র।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। এর মধ্যে আমরা এখন পর্যন্ত ৮৮২টি ক্লিনিক ও হাসপাতাল সিলগালা করে দিয়েছি। অনিবন্ধিত ও অনিয়মের দায়ে দণ্ডিত প্রতিষ্ঠানগুলো আবার যেন গড়ে না ওঠে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের কাছে এখনো কয়েকটি জেলার তথ্য আসেনি, ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

এই কর্মকর্তা বলেন, ঢাকার বাইরে সিভিল সার্জনদের নেতৃত্বে এবং রাজধানীতে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে তিনটি টিম অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কাজ করছে।

গত ২৬ মে সারা দেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরদিন থেকে সারা দেশে চলে অভিযান। এতে ঢাকা জেলাসহ রাজধানীতে ১৬৭টি ও ঢাকার বাইরে ৮৮২টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।

Link copied!