রবিবার ৫ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২১, ১২:১৬ এএম

রবিবার ৫ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশে ৭৭৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বিদ্যুৎকেন্দ্রগুলোর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সাইফুল হাসান।

প্রধানমন্ত্রী যেসব বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন সেগুলো হলো, ৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হবিগঞ্জের বিবিয়ানা-৩ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, ১০০ মেগাওয়াট ক্ষমতার বাগেরহাটের মধুমতি বিদ্যুৎ কেন্দ্র এছাড়াও সিলেটের কুমারগাঁও কেন্দ্রের আপগ্রেডেশনের কারণে আসবে অতিরিক্ত ৭৫ মেগাওয়াট, নারায়ণগঞ্জের মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র থেকে ১০৪ মেগাওয়াট এবং চট্টগ্রামের জুলদা বিদ্যুৎ কেন্দ্র থেকে আসবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ।

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সাইফুল হাসান জানান, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে থাকার পাশাপাশি বিদ্যুৎ ভবনের বিজয় হলে সশরীরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি উপস্থিত থাকবেন।

পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান-২০১৬ অনুযায়ী, ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট ও ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে সরকার।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ২০০৯ সালে দেশে বিদ্যুৎকেন্দ্র ছিল ২৭টি। এ বছরের আগস্ট পর্যন্ত সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬টিতেহ। ২০০৯ সালে বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল দেশের ৪৭ শতাংশ মানুষ এবং এখন তা প্রায় শতভাগ অর্থাৎ ৯৯ দশমিক ৫০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।

উল্লেখ্য, ২০০৯ সালে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট। তবে সবমিলিয়ে এখন তা বেড়ে হয়েছে ২৫ হাজার ২৩৫ মেগাওয়াটে।

Link copied!