ইসি নিয়োগ আইনের খসড়ায় অসঙ্গতি রয়েছে: শামসুল হুদা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২২, ০৩:৪১ পিএম

ইসি নিয়োগ আইনের খসড়ায় অসঙ্গতি রয়েছে: শামসুল হুদা

সরকারের প্রস্তাবিত নির্বাচন কমিশন নিয়োগ আইনের খসড়ায় অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের বিষয়ে তাড়াহুড়ো করে আইন তৈরির প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ নামে একটি বেসরকারি সংগঠন আয়োজিত ‘গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের সদিচ্ছা নিয়ে ছায়া-সংসদ বিতর্ক অনুষ্ঠানে’ তিনি এসব কথা বলেন।  

দলীয় স্বার্থ বিবেচনায় কমিশনার নিয়োগ দিলে নিরপেক্ষ হবে না জানিয়ে সাবেক এই সিইসি বলেন, “ ইসি নিয়োগের খসড়া আইনটির অনুলিপি কোথায় আছে, এখনও তা কেউ বলতে পারছে না; যা জানার অধিকার জনগণের রয়েছে। অংশীজন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের যাচাই-বাছাই ও মতামত ছাড়া আইনটি পাস হলে এর গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।” এসময় আইনের খসড়া জনগণের সামনে প্রকাশ করারও দাবি জানান তিনি।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানে আইন তৈরিতে রাজনৈতিক দল, জনগণ ও সুশীল সমাজের মত উপেক্ষা না করা, নির্বাচন কমিশনের কাজের জবাবদিহিতাসহ ৬ দফা সুপারিশ তুলে ধরেন।

তিনি বলেন, “নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, প্রশাসন ও রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠানের ওপর ভিন্নমতের রাজনৈতিক দলসমূহের আস্থার অভাব রয়েছে।নির্বাচনকালে গ্রেপ্তার, মামলা, কালো টাকার ব্যবহার, পেশিশক্তি ও প্রশাসনের পক্ষপাতিত্ব নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।”

Link copied!