অক্সিজেন মোড়ে ব্রিজ ধসে চট্টগ্রামে যান চলাচল ব্যাহত

জাতীয় ডেস্ক

আগস্ট ৭, ২০২৫, ১২:১২ পিএম

অক্সিজেন মোড়ে ব্রিজ ধসে চট্টগ্রামে যান চলাচল ব্যাহত

চট্টগ্রাম নগরের অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের স্টারশিপ এলাকার কাছে শীতল ঝরনা খালের ওপর একটি পুরনো ব্রিজ রাতভর ভারী বৃষ্টির কারণে আংশিক ধসে পড়ে। এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (৬ আগস্ট) রাতের প্রবল বর্ষণে সৃষ্ট পানির চাপ ব্রিজটির মাটি ক্ষয়ে দেয়, ফলে বৃহস্পতিবার ভোরে ব্রিজের দুই পাশের মাটি সরে গিয়ে সড়কটি ভেঙে যায় এবং চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সরেজমিন দেখা গেছে, বর্তমানে ঝুঁকি নিয়েই সড়কের একপাশ দিয়ে সীমিত আকারে যান চলাচল করছে। দুর্ঘটনা এড়াতে ভাঙা অংশ ঘিরে লাল ফিতা দিয়ে সতর্কতা চিহ্ন দেওয়া হয়েছে।

বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম জানান, ব্রিজ ধসে পড়ায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টহল দল মোতায়েন করা হয়েছে।

ব্রিজ ধসে পড়ার কারণে অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গামী শাটল ও নাজিরহাট রুটের ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে।

১৯৮০ সালে নির্মিত এই ব্রিজটি সম্প্রতি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল প্রশস্ত করার কাজ চলার কারণে আরও দুর্বল হয়ে পড়ে। চট্টগ্রাম সিটি করপোরেশন ইতোমধ্যে ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।

এদিকে আমবাগান আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত) নগরে ৮১ মিলিমিটার এবং পতেঙ্গা আবহাওয়া অফিসে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ, বিশেষ করে অফিসগামী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির কারণে যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় নগরীর বিভিন্ন মোড়ে মানুষকে দীর্ঘ সময় ধরে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

Link copied!