গণঅভ্যুত্থানে ৬ শহীদের মরদেহ দাফন হচ্ছে বেওয়ারিশ হিসেবে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২৫, ০৪:২০ পিএম

গণঅভ্যুত্থানে ৬ শহীদের মরদেহ দাফন হচ্ছে বেওয়ারিশ হিসেবে

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত এক নারীসহ ছয়জনের মরদেহ প্রায় এক বছর পর বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ সময়ের পরও নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার, ০৭ আগস্ট দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসিএইচ) হাসপাতালের মর্গ থেকে মরদেহগুলো আঞ্জুমান মুফিদুল ইসলামের দাফন সেবা কর্মকর্তা মো. কামরুল আহমেদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় মর্গে উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন এবং ডিএমসিএইচ-এর ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেছুর রহমান।

মরদেহগুলো রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

গণঅভ্যুত্থানের মধ্যে বিভিন্ন সময়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। পরে তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মর্গে ময়নাতদন্তের আগে ৭ থেকে ১৪ আগস্টের মধ্যে পুলিশ মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেছুর রহমান বলেন, পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। কিন্তু এসব সত্ত্বেও তাদের পরিচয় অজ্ঞাতই থেকে গেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, একটি মরদেহে গুলির আঘাত এবং বাকি পাঁচটিতে ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন বলেন, ডিএনএ এবং আঙুলের ছাপ বিশ্লেষণ করেও নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘আদালতের নির্দেশে আমরা মরদেহগুলো বেওয়ারিশ হিসেবে দাফন করছি। তবে আমরা বিভিন্ন আলামত ও নমুনা সংরক্ষণ করেছি। যদি কেউ তথ্য নিয়ে এগিয়ে আসেন বা তাদের কাউকে শনাক্ত করতে পারেন, তবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!