জুলাই অভ্যুত্থানে আহত-শহীদ পরিবারের জন্য ২৫ কোটি টাকার তহবিল বাংলাদেশ ব্যাংকের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২৫, ০৩:৫০ পিএম

জুলাই অভ্যুত্থানে আহত-শহীদ পরিবারের জন্য ২৫ কোটি টাকার তহবিল বাংলাদেশ ব্যাংকের

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারকে সহায়তার জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ এ তহবিলে বাংলাদেশ ব্যাংক নিজস্ব উৎস থেকে দেবে ১৪ কোটি টাকা। আর ১১টি ব্যাংক দেবে এক কোটি টাকা করে। পুরো অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করা হবে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে এ অর্থ পায়, সে ব্যাপারে সতর্ক থাকার তাগিদ বাংলাদেশ ব্যাংকের।

গত বছর আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় আওয়ামী লীগের দেড় দশকের শাসনের। তবে এ অর্জন এতো সহজেই আসেনি। সারা দেশে উত্তাপ ছড়িয়ে পড়লে ১৪ হাজারের বেশি আহত ও হাজারের বেশি নিহত হন। 

এসব নিহতদের পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসায় ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। যেসব বাণিজ্যিক ব্যাংক গত বছরে ৪০০ কোটি টাকার ওপর নিট মুনাফা করেছে, এমন ১১টি ব্যাংক এক কোটি টাকা করে দেবে এ তহবিলে।

সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শওকত আলী খান বলছেন, ‘ভালো উদ্যোগ। আমি মনে করি, এদেরকে সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। এদের সার্বিক কল্যাণে ফান্ড গঠনের যে উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’  

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রতিটি ব্যাংক নিজ নিজ পর্ষদ সভায় এ অর্থের অনুমোদন দেবে। পরে বাংলাদেশ ব্যাংকের কাছে অর্থ হস্তান্তর করবে। এ তহবিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘১১টা ব্যাংক ১১ কোটি, আর বাংলাদেশ ব্যাংক ১৪ কোটি মিলে ২৫ কোটি টাকার একটা তহবিল গঠন করা হবে। উদ্দেশ্য সেটাই, তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করা এবং চিকিৎসার পর তাদের প্রতিষ্ঠিত হতে পাশে দাঁড়ানোর জন্য তহবিল থেকে সহায়তা করা হবে।’

তহবিলের অর্থ যাতে জুলাই অভ্যুত্থানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা পায়, সে ব্যাপারে সতর্ক থাকার তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Link copied!