ঈদের দিন রাত ১০টার মধ্যে নগরীর সব বর্জ্য অপসারণ করতে পারায় সিটি কর্পোরেশনের সকল পরিচ্ছন্নতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সোমবার (১১ জুলাই) কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা নিয়ে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।
এবারের মতো আগামী দিনেও জনগণ এবং সিটি কর্পোরেশন একসঙ্গে কাজ করবে বলে আশাবাদের কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, এবার ৪ হাজার ২৬৭ টি ট্রিপে প্রায় ২০ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। এটি একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম আমরা।
মেয়র জানান, আমরা কোরবানির আগের দিনের ক্যালকুলেশন করেছি; সবগুলো ওয়ার্ডে কী পরিমাণ বর্জ্য থাকবে, সে বর্জ্য অপসারণে কতগুলো গাড়ি লাগবে, কীভাবে অপসারণ করা হবে, ফলে কাজটি সহজ হয়েছে। বিভিন্ন স্থানে অনেকে স্বেচ্ছাশ্রম দিয়েছেন; আমি তাদেরকেও ধন্যবাদ জানাই।
তিনি আরো জানান, সিটি কর্পোরেশনের তরফ থেকে এ বছর বর্জ্য অপসারণে মোট ৬ লক্ষ ৫০ হাজার পলিব্যাগ বিতরণ করা হয়েছে, যেগুলো ৩৫ কেজি ভার বহনে সক্ষম ৷ একই সঙ্গে ৬০ টন ব্লিচিং পাউডার, আনুমানিক ৯০০ ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে। মোট ৬০০টি যানবাহন বর্জ্য পরিবহনে নিয়োজিত ছিল। খোলা হয়েছিল অস্থায়ী কন্ট্রোল রুম।
তিনি বলেন, আমরা চেষ্টা করেছি ঈদের পরদিনই যাতে মানুষ একটা সুন্দর পরিবেশ পায়। অনেকেই বলেছে, স্যার ২৪ ঘণ্টার সময় নেন। আমি বলেছি, না। ইচ্ছে থাকলে যে উপায় হয়, তার প্রমাণ ১২ ঘণ্টার মধ্যে আমরা শতভাগ বর্জ্য অপসারণ করতে পেরেছি।
সংবাদ সম্মেলনে উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মো. মাহে আলম, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান কমোডর এস এম শরিফ উল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।