এক ডজন আইনস্টাইনও ভোটের ফল পরিবর্তন করতে পারবে না: সিইসি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০১:২০ পিএম

এক ডজন আইনস্টাইনও ভোটের ফল পরিবর্তন করতে পারবে না: সিইসি

ইভিএম নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম ভোট চুরির মেশিন নয়, এটা ভোট গ্রহণের আধুনিক প্রযুক্তি। অনেকে বলেন- শেষের ১০ মিনিটে ভোটের ফল পরিবর্তন করা যায়। কিন্তু এক ডজন আইনস্টাইনকে বসিয়ে দিলেও ভোটের ফল পরিবর্তন করা সম্ভব হবে না।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে পাবনার ঈশ্বরদীতে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ প্রকল্প কর্তৃক আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনের মাধ্যমে সঠিক গণতন্ত্র প্রতিফলিত হয়। কয়েকজন প্রার্থী হলেও তো জিতবে একজনই। নির্বাচনে প্রার্থী হলে জিততেই হবে- এ ধরনের মানসিকতা পোষণ করা যেমন ঠিক নয়, তেমনি নির্বাচনে পরাজিত হলেই নির্বাচন সঠিক হয়নি- এটা বলাও ঠিক নয়।

তিনি বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন নির্বাচন পরিচালনা করবে না, কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য জেলা, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের দায়িত্ব পালন করতে হবে।

রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহর সভাপতিত্বে কর্মশালার শুরুতে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণের ওপর আলোকপাত করে স্বাগত বক্তব্য দেন রাজশাহী অঞ্চলের নির্বাচনী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত নির্বাচন কমিশন সচিব ও প্রকল্প কর্মকর্তা অশোক কুমার দেবনাথ, রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি মো. আব্দুল বাতেন, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস।

ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের মিলনায়তনে 'নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়' শীর্ষক দিনব্যাপী রাজশাহী বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

Link copied!