এডিসি হারুনের প্রত্যাহার দাবি শিক্ষার্থীদের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২২, ০৭:৫২ পিএম

এডিসি হারুনের প্রত্যাহার দাবি শিক্ষার্থীদের

রাজধানীর নিউমার্কেট এলাকায় গতকাল সোমবার ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের সময় ছাত্রদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ার নির্দেশ দেওয়ায় পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদের প্রত্যাহার দাবি করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেলে সাত কলেজের শিক্ষার্থীদের আহবায়ক ইসমাইল সম্রাট গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসমাইল সম্রাট বলেন, “এডিসি হারুন গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ার নির্দেশ দিয়েছেন। তাকে দ্রুত প্রত্যাহার করে নিতে হবে। নাহলে শিক্ষার্থীরা সড়ক ছাড়বে না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের এই আহবায়ক আরও বলেন, “আগামীকাল (বুধবার) সকাল ১১ টায় মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে সাত কলেজের শিক্ষার্থীরাও অংশ নেবে। তারা হল ছাড়বে না। ক্যাম্পাসও ছাড়বে না।”

প্রসঙ্গত, গতকাল সোমবার রাত ১১টার দিকে নিউমার্কেটে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী কাপড় কিনতে গেলে দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় তিন শিক্ষার্থীকে মারধর করেন ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালায়।

শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে সড়ক বন্ধ থাকায় ওই এলাকার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশের হস্তক্ষেপে রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আবারও চলে এ সংঘর্ষ। 

দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে এসে কাঁদানে গ্যাস ছোড়া শুরু করলে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আবারও দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে শতাধিক আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ধানমন্ডির পপুলার, গণস্বাস্থ্য ও স্কয়ার হাসপাতালেও অনেকে ভর্তি হয়েছেন।

এদিকে, গতকাল থেকে মঙ্গলবার বিকেল ৫টার পর্যন্ত  সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন। ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার এ তথ্য জানান।  তবে শিক্ষার্থীদের দাবি, তাদের শতাধিক সহপাঠী আহত হয়েছেন।

Link copied!