চট্টগ্রামে এস আলম এডিবল অয়েল মিল পরিদর্শন করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোজ্যতেল নিয়ে কারসাজি ঠেকাতে সরকারের নজরদারির অংশ হিসেবে ওই পরিদর্শন করা হয়।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. ফয়েজুল্লাহর নেতৃত্বে একটি দল মইজ্জার টেকে এস আলমের ওই মিলে অভিযানে যায়। অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে সয়াবিন তেলের বোতলজাতকরণ কার্যক্রম বন্ধ দেখতে পান। তবে তাদের মিলে খোলা সয়াবিন ও পাম তেল সরবরাহ প্রক্রিয়া স্বাভাবিক ছিল। প্রতিদিন ট্রাকে করে সয়াবিন ও পাম তেল মিলের বাইরে যাচ্ছে।
উপ-পরিচালক ফয়েজুল্লাহ গণামাধ্যমকে বলেন, সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি বা মজুদের বিষয়টি খতিয়ে দেখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা এ অভিযান চালিয়েছি। আমরা সেখানে সয়াবিন বোতলজাত করার কাজ বন্ধ দেখেছি।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার দোহাই দিয়ে গত কিছুদিন ধরেই দেশে ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছিল। এ পরিস্থিতিতে বাজারে নিয়ন্ত্রণ ফেরাতে গত বৃহস্পতিবার সয়াবিনে ২৫ শতাংশ ভ্যাট মওকুফের ঘোষণা দেয় সরকার।
পাশাপাশি বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে অভিযান শুরু করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।