কিলোমিটারে ৫ পয়সা কমিয়ে বাস ভাড়া পুনর্নির্ধারণ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩১, ২০২২, ০৬:৫০ পিএম

কিলোমিটারে ৫ পয়সা কমিয়ে বাস ভাড়া পুনর্নির্ধারণ

গণপরিবহনে দূরপাল্লায় প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা এবং  ঢাকা-চট্টগ্রাম মহানগরী‌তে ২ টাকা ৪৫ পয়সা টাকা বাসভাড়া নির্ধারণ করা হ‌য়ে‌ছে। সরকার জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর পর  বাস মালিক ও সরকার এই বাস ভাড়া পুনর্নির্ধারণ করেছে।

বুধবার বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র (বিআরটিএ) প্রধান কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে ভাড়া সমন্বয়ের বিষয়ে বৈঠক ক‌রে‌ বিআরটিএ।

এর আগে, পরিবহন মালিকদের সঙ্গে ভাড়া সমন্বয় বিষয়ে বৈঠকে বিআরটিএ’র প্রস্তাবনা অনুযায়ী, গণপ‌রিবহ‌নে কি‌লোমিটারপ্রতি ভাড়া ৫ পয়সা কমা‌নোর ব্যাপা‌রে ‌মা‌লিক স‌মি‌তিও একমত প্রকাশ করে।

গণপরিবহনের ভাড়া কমানো ‌বিষ‌য়ে বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “ জ্বালানি তেলের মূল্য কমলে  আমরাও বাস বাড়া কমিয়ে থকি। ২০১৬ সা‌লে তে‌লের দাম যখন ৩ টাকা কমানো হয়, ওই সময়ও আমরা বাস ভাড়া প্রতি কি‌লোমিটারে ৩ পয়সা ক‌মি‌য়ে‌ছি। তে‌লের দাম ৫ টাকা কমা‌নোর ফলে এবারও ভাড়া কমা‌নো হ‌লো।”

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসভাড়া ১৬ থেকে ২২ ভাগ বেড়ে যায়। এখন দূরপাল্লার বাসে ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২০ পয়সা, মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে আড়াই টাকা, মিনিবাসে টাকা ৪০ পয়সা। তারও আগে দূরপাল্লার বাসে ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ১ টাকা ৮০ পয়সা, মহানগর পর্যায়ে ২ টাকা ১৫ পয়সা, মিনিবাসে ২ টাকা ১০ পয়সা। বাস-মিনিবাসের পাশাপাশি বেড়ে যায় নৌযানের ভাড়াও। তবে বাড়েনি ট্রেনের ভাড়া।

Link copied!