রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের পাড় ঘেঁষেই সাদিক অ্যাগ্রো। প্রায় ১২ বছর ধরে এখানেই ব্যবসা করছে প্রতিষ্ঠানটি। দিনে দিনে বড় হয়েছে খামার, আর ছোট হয়েছে খাল। এই খালের ওপরেই বসেছে তাদের কোরবানি পশুর হাট।
খামারের গবাদি পশুর বর্জ্য ও প্লাস্টিক পণ্য পানিতে ফেলায় খালটির মৃতপ্রায় অবস্থা। তবে খাল দখলের অভিযোগ অস্বীকার করেছে সাদেক অ্যাগ্রো। এ বিষয়ে সাদেক অ্যাগ্রোর ব্যবস্থাপক মো. মাইদুল ইসলাম বলেন, জায়গাটি আগে অন্য একটি পক্ষ দখল করেছিল, এখন শুধু ১০-১৫ দিনের জন্য হাট বসানো হয়েছে। ঈদের পর এই জায়গা ছেড়ে দেয়া হবে।
শুধু খাল দখল নয়, খালে বর্জ্য ফেলার অভিযোগও আছে। ফেলা হচ্ছে প্লাস্টিক বর্জ্যও। এলাকাবাসীর দাবি, ১০/১২ বছর আগেও খালে ছিল পানির প্রবাহ। যা এখন একেবারেই নেই। সে সময় তারা বলেন, দুই পাশ তো ভরেই ফেলেছে এখন ময়লা আবর্জনায় খালটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
খালের জায়গা কেনো এখনো দখল মুক্ত হচ্ছে না জানতে চাইলে উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহমান বলেন, ‘আমরা এ বছর দায়িত্ব গ্রহণ করেছি। আমরা জানতে পেরেছি বিভিন্ন অ্যাগ্রো ফার্ম খালের জায়গা দখল করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। খালের সীমানা এখনও নির্ধারণ হয়নি। নির্ধারণ করা সম্পূর্ণ হলে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’।
৩ দশমিক ১ কিলোমিটার রামচন্দ্রপুর খালের মোহাম্মদপুর অংশ পরিষ্কার করা হলেও বছিলায় এখনো হাত দেয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।