সপ্তাহ শুরু হয়েছিল স্বস্তির বৃষ্টি দিয়ে। সাধারণ বৃষ্টি নয়, রীতিমতো কালবৈশাখী ঝড়। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না। আবারও শুরু হলো গরম। গতকাল থেকে তীব্র দাবদাহ শুরু হয়েছে ফের। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল তিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছিল।
আবহাওয়া অফিস বলছে, বর্তমানে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এর চেয়ে অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা নেই। আবার আগামী দু-তিন দিন তাপপ্রবাহ কমারও সম্ভাবনা নেই। এখন যে মৌসুম তাতে গরম থাকবেই। আবার বৃষ্টিও হবে, তখন তাপমাত্রা কিছুটা কমবে। সপ্তাহের শেষ নাগাদ এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সোমবার রাজধানীসহ দেশের বড় শহরগুলোর তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি হলেও গরমের অনুভূতি আরও বেশি ছিল বলে আবহাওয়াবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আক্কু ওয়েদার জানিয়েছে। অন্যদিকে এদিন রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এসব জায়গায় গরমের অনুভূতি ছিল প্রচণ্ড।
আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সোমবার রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। আর বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর, নীলফামারী ও রাঙামাটিতে মাঝারি তাপপ্রবাহ এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বাকি এলাকার ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে গেছে। মঙ্গলবারও এই এলাকাগুলো দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।