নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে পণ্যবাহী গাড়ির পাশাপাশি যাত্রী পরিবহন বন্ধেরও ঘোষণা দিয়েছেন বাসমালিকরা। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল দ্য রিপোর্ট ডট লাইভকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বেলায়েত হোসেন বলেন, ‘গতকাল (বুধবার) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেয়া হয়। ৮০ টাকা করে ডিজেল ও তেল কিনে গাড়ি চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। কাল থেকে আমাদের তেল নেয়া বন্ধ হয়ে গেছে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার অনেক মালিক তাদের গাড়ি রাস্তায় নামাননি জানিয়ে তিনি আরও বলেন, ‘এত বাড়তি দামে জ্বালানি কিনে গণপরিবহন চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। ডিজেলের এ দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। তাই আমরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি।’
প্রসঙ্গত, বুধবার (৩ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। বুধবার দিবাগত রাত রাত ১২টার পর থেকে এ দাম কার্যকর হয়।
বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিভিন্ন গ্রেডের জ্বালানি পণ্য বর্তমান মূল্যে সরবরাহ করায় মোট ৭২৬ কোটি ৭১ লাখ টাকা লোকসান হয়েছে।