মে ১৭, ২০২৩, ০৮:৫৭ পিএম
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নয় বরং জাতীয় জরুরি সেবা ৯৯৯ কে আরও কার্যকর করাসহ যে কোনো ধরনের সহিংসতা, অরাজকতা, সংঘাত ও দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি বিশেষ টিম তৈরি হচ্ছে। টিম সদস্যদের অত্যাধুনিক সরঞ্জামাদি এবং বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
বুধবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার দ্য রিপোর্ট ডট লাইভকে এসব তথ্য জানান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। সংগৃহীত ছবি
ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, “ ৯৯৯ কে আরও কার্যকর ও ত্বরান্বিত করে জাতীয় জরুরি সেবা নির্বিঘ্ন করতে সক্ষমতা অর্জনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২০০ সদস্যের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। পুলিশের এসব সদস্য শারীরিক সক্ষমতা থেকে শুরু করে সকল বিষয়ে পারর্দশী। এদেরকে আরও বেশি কর্মঠ করে তুলতে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। তাদের দেওয়া হবে অত্যাধুনিক সরঞ্জামাদি ও বিশেষ প্রশিক্ষণ।” তবে এই স্পেশাল টিমের নাম এখনই জানাতে অপরাগতা প্রকাশ করেন ডিএমপির এই সিনিয়র কর্মকর্তা।
এ কে এম হাফিজ আক্তার আরও বলেন, “প্রশিক্ষিত এই দলটি যেকোন সংঘাতময় পরিস্থিতি মোকাবিলায় দ্রত পদক্ষেপ নিতে পারবে। যেমন-বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটের আগুনের মতো বড় ধরণের কোনো ঘটনা ঘটলে এই টিম দ্রুত সাড়া দেবে। এতে একদিকে যেমন পরিস্থিতি মোকাবিলা করতে সহজ হবে, অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে পুলিশের ‘ইতিবাচক ভাবমূর্তি’ তৈরি হবে।
এদিকে, ডিএমপির একটি সূত্র নাম না প্রকাশের শর্তে দ্য রিপোর্ট ডট লাইভকে বলেছেন, ডিএমপির এই বিশেষ টিমের নাম হচ্ছে-ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)। সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা এর সমন্বয় করবেন।’ এই বিশেষ টিমে ডিএমপির চারটি বিভাগ থেকে শারীরিক সক্ষমতা দেখে চৌকশ সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে।
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের ২৭ অক্টোবর নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখতে কুইক রেসপন্স টিম (কিউআরটি) কার্যক্রম শুরু হয়। একই দিন তাদের হটলাইন সেবা চালু হয়। রাজধানীর তেজগাঁও থানা কম্পাউন্ডে অবস্থিত উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে এই কার্যক্রম এখনো চলমান রয়েছে। নারীরা রাস্তায় বা অন্য কোথাও অনিরাপদ বোধ করলে বা বিপদে পড়লে এই টিমের হটলাইনে যোগাযোগ করে তাৎক্ষণিক সাহায্য নিতে পারে।