জাওয়াদ যাচ্ছে উড়িষ্যার দিকে, ২ নং সতর্ক বহাল

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২১, ১১:৪৪ এএম

জাওয়াদ যাচ্ছে উড়িষ্যার দিকে, ২ নং সতর্ক বহাল

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এ পরিণত হয়ে ভারতের উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। এটি রবিবার (০৫ ডিসেম্বর) নাগাদ ভারতের উড়িষ্যার পুরি উপকূলে আঘাত হানতে পারে। পরে এটি দুর্বল হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে নিম্নচাপ অবস্থায় বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোস্তফা কামাল দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, “ঘূর্ণিঝড়টি বর্তমানে যে স্থানে অবস্থান করছে সেই স্থানের সমুদ্রের পানির তাপমাত্রা সমগ্র বঙ্গোপসাগরের মধ্যে সবেচেয়ে কম। সে কারণে ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারছে না। এ কারণে এটি একটি অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির ঘূর্ণিঝড় হিসেবে ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত করবে।”

 

তিনি আরও বলেন. “ ঘূর্ণিঝড়টি  পরে উপকূল ঘেঁষে উত্তর-পূর্ব দিকে আরো কিছুটা সময় অগ্রসর হবে। সর্বশেষ পূর্বাভাষ অনুসারে ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা নেই।” তবে ঘূর্ণিঝড়টির প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৭) জানানো হয়েছে, ‘পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ' আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ঘূণিঝড়টি শনিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৮৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কছে সাগর খুবই উত্তাল রয়েছে।’

বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রেখে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। তাদেরকে গভীর সাগরে বিচরণ না করার জন্যও বলা হলো।’

Link copied!