আগস্ট ৩০, ২০২২, ০৪:১৫ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা অনেক হিসাব-নিকাশ করে দেখলাম যে তেলের দাম বাড়ানোর কারণে চোরাচালানটা বন্ধ হয়ে গেছে, আমরা কিছুটা সাশ্রয় করতে পারছি। আমরা তেলের দাম ইতোমধ্যে ৫ টাকা করে কমিয়ে দিয়েছি। কারণ আমাদের লক্ষ্য সবসময় মানুষের দিকে তাকানো।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমরা তেল বেশি দামে কিনি, এখানে ভর্তুকি দিয়ে কম দামে দেই। কিন্তু সেই তেল প্রতিবেশী দেশে চলে যায়। যার জন্য প্রতিবেশী দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম বাড়াতে হয়েছে। তারপরও আমাদের চেষ্টা আছে, মানুষের কষ্টটা দূর করার। আমরা অনেক হিসাব-নিকাশ করে দেখলাম যে চোরাচালানটা বন্ধ হয়ে গেছে, আমরা কিছুটা সাশ্রয় করতে পারছি। আমরা তেলের দাম ইতোমধ্যে ৫ টাকা করে কমিয়ে দিয়েছি।
রুটিন করে লোডশেডিং দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ যেন কষ্ট না পায়, যে হঠাৎ করে (বিদ্যুৎ চলে) যাবে; সেটা করা হচ্ছে সাশ্রয় করার জন্য। আমরা যদি এখন থেকে সাশ্রয়ী না হই, তাহলে আগামী দিনে যে বিশ্ব মন্দা হবে, তাতে আরও ক্ষতিগ্রস্ত হব। সেইদিকে লক্ষ্য রেখে পদক্ষেপ নিয়েছি।’
বিদ্যুৎ, জ্বালানি তেল এবং পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এক ফোঁটা পানি যেন অতিরিক্ত ব্যবহার না হয়। নিয়মিত পানির টাংকি পরিষ্কার করতে হয়। পানিটা কিন্তু ওখানে এসে খারাপ হয়। পাইপ লাইনগুলো ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। দেশের অনেক জায়গায় পাইপলাইন পরিবর্তন করেছি।’ পানির অভাব দূর করতে সরকারে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।