ঢাকায় তাপমাত্রা নেমেছিল ১১ এবং সর্ব নিম্ন ছিল চুয়াডাঙ্গায় ৮ ডিগ্রি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৩, ০৩:৩৫ পিএম

ঢাকায় তাপমাত্রা নেমেছিল ১১ এবং সর্ব নিম্ন ছিল চুয়াডাঙ্গায় ৮ ডিগ্রি

ঢাকাসহ সারাদেশে চলমান শৈত্যপ্রবাহ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার রাজধানী ঢাকা কুয়াশাচ্ছন্ন রয়েছে। দিনের অধিকাংশ সময় পার হলেও  সূর্যের মুখ দেখা যায়নি (বিকেল সাড়ে ৩টা পর্যন্ত)। হিমেল হাওয়ায় শীত আরও বাড়িয়ে দিয়েছে।

শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তাপমাত্রা কমে যাওয়ায় মাঝারী থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা ও বরিশাল জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

শনিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিনয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকালে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে ঢাকায় আজকের তাপমাত্রাই সর্বনিম্ন বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রাজধানীতে সকালে অনেক গাড়ি হেডলাইট জ্বালিয়ে চালাতে দেখা যায়। শনিবার সকাল ৭টা ৫০ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি হেডলাইট জ্বালিয়ে তেজগাঁও রেল স্টেশন পার হয়ে কমলাপুরের দিকে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, আজ সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

শৈত্যপ্রবাহের বিষয়ে এই আবহাওয়াবিদ বলেন, “ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের ১৭টি জেলায় শৈত্যপ্রবাহ আছে। ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, নওগাঁ, নাটোর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও বরিশালের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।”

Link copied!