এপ্রিল ৮, ২০২৩, ০৬:৪৩ এএম
দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন দিন সারাদেশে তাপমাত্রা আরও বাড়ার কথা বলা হয়েছে; বৃষ্টির লক্ষণ নেই আবহাওয়ার পূর্বাভাসে। চৈত্রের শেষ সময়ে এসে দেশে উত্তাপ বাড়তে শুরু করেছে, যা আরও কিছুটা চড়ার আভাস দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।
শুক্রবার চুয়াডাঙ্গায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডের তথ্য দিয়ে আবহাওয়া অফিস জানাচ্ছে, খুলনা বিভাগের ১০ জেলাসহ ১৪ জেলায় মৃদ্যু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন এটি দেশের অন্যান্য স্থানেও বিস্তৃত হতে পারে।
যে কারণে আগামী তিন দিন বর্তমান তাপমাত্রা আরও বাড়তে পারে বলে ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে। তবে সিলেটসহ কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় শুধু সন্দ্বীপ ও চাঁদপুরে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে: ১৯ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে রাজশাহী, পাবনা, ফরিদপুর ও মানিকগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তৃত হয়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার ‘সিনপটিক’ অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।