দুইদিনের সফরে বাংলাদেশে এসে শেষ দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ওই বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিরাজমান সম্পর্ক আরও জোরদার করতে উভয় পক্ষ সম্মত হন। বাংলাদেশ ও ভারতের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশি হজযাত্রীর জন্য সুখবর জানান।
জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখবে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার অস্থির হলেও বাংলাদেশে তেল সরবরাহ স্বাভাবিক রাখা হবে বলে জানিয়েছেন সফররত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।
তিনি বলেন, “বাংলাদেশে তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না। তেলের বাজার স্থিতিশীল রাখতে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ। এখন পর্যন্ত সব সূচকগুলো বলছে, তেলের সরবরাহ নিয়ে শঙ্কার কিছু নেই।” ভবিষ্যতে নিরাপত্তা ও বহুজাতিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও রিয়াদ একসঙ্গে কাজ করবে বলেও সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান।
হজযাত্রীদের ভিসা ক্লিয়ারেন্স হবে ঢাকায়
বাংলাদেশি হজ যাত্রীদের হয়রানি কমাতে শতভাগ ভিসা ক্লিয়ারেন্স ঢাকায় সম্পন্ন করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এক আব্দুল মোমেন বলেন, “হজ যাত্রীরা যেন সহজে ভিসা করাতে পারেন এবং তাদের হয়রানি কম হয়-এ বিষয়ে আলোচনা হয়েছে। শতভাগ ভিসা ক্লিয়ারেন্স বাংলাদেশে সম্পন্ন করার বিষয়ে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। মোমেন বলেন, “এসব কার্যক্রম ঢাকায় হলে হয়রানি হবে না। এতে হাজিরা খুব খুশি হবেন।”
সৌদি কোম্পানি বিনিয়োগে আগ্রহী
বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশের বিশেষায়িত শিল্পাঞ্চলে সৌদি আরবের ২০টি কোম্পানি বিনিয়োগে আগ্রহী। এ ব্যাপারে খুব শিগগির একটি সৌদি বিনিয়োগকারী দল ঢাকায় আসবেন।
বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ তেমন নাই বললেই চলে। এমতাবস্থায় দেশের শিল্পাঞ্চলে তারা বিনিয়োগ করলে ব্যাপক কর্মসংস্থানের পাশাপাশি দেশের উন্নয়নের গতি আরো বেড়ে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এছাড়া,দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে সৌদিতে ৫০ বিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ২৬৫ বাংলাদেশি শিক্ষার্থীর জন্য স্কলারশিপের কোটা পূরণ না হওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। গতকাল মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসেন ফয়সাল বিন ফারহান আল-সৌদ।